এপ্রিল মাসের বেতন অনিশ্চিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। তবে এটি এখনো অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেম থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পৌঁছায়নি। ফলে আজ বৃহস্পতিবার (২২ মে) বেতন পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসের বেতনের জিও জারি করে এবং তা অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমে পাঠানো হয়। সাধারণত আইবাস থেকে হিসাব ক্লিয়ার হওয়ার পর সেটি মাউশির প্রশাসন শাখায় আসে। এরপর প্রধান হিসাব রক্ষক কর্মকর্তার (সিএফও) দপ্তর হয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা পাঠানো হয়।
এই প্রক্রিয়ার ধীরগতির কারণে আজ বৃহস্পতিবার শিক্ষকদের বেতন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান বলেন, “আইবাস থেকে এখনো বেতনের হিসাব আমার কাছে আসেনি। আসা মাত্রই আমি সেটি সিএফওর কাছে পাঠিয়ে দেব। তবে আইবাস থেকে তথ্য কবে আসবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।”
আজই বেতন দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আজ না হলে আগামী সপ্তাহের শুরুতে বেতন দেওয়া সম্ভব হবে।
নিরলজ্জতা কাকে বলে?