1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি চূড়ান্ত, কর্মচারীদের নিয়ে অনিশ্চয়তা-যা জানাল মাউশি

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৭৪ Time View
শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি চূড়ান্ত, কর্মচারীদের নিয়ে অনিশ্চয়তা-যা জানাল মাউশি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতিপত্র দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলেও, সম্মতিপত্রে ‘কর্মচারী’ শব্দটি উল্লেখ না থাকায় তাদের ভাতা বৃদ্ধি আপাতত হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। এমপিওভুক্ত কর্মচারীদের জন্য যা একটি কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে।

বিষয়টি সমাধানে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের একাধিকবার লোক দেখানো বৈঠক করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি। সূত্র জানায়, সম্মতিপত্রে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে গেলে নতুন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা সময়সাপেক্ষ। ফলে ঈদের আগে প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের বর্ধিত ভাতা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান বলেন, “প্রজ্ঞাপনের বিষয়ে এখনও কিছু জানি না। তবে বর্তমানে যে জটিলতা তৈরি হয়েছে তা এই মূহুর্তে সমাধান করা সম্ভব নয়। এই মূহুর্তে এই জটিলতা নিরসন করতে গেলে আসন্ন ঈদের পূর্বে এমপিওভুক্ত শিক্ষকদেরও বর্ধিত উৎসব ভাতা প্রদান করা সম্ভবপর হবে বলে মনে হয় না।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাউশি শিক্ষক ও কর্মচারী উভয়ের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল। কর্মচারীদের ক্ষেত্রে বিদ্যমান ৫০ শতাংশ ভাতা বাড়িয়ে ৭৫ শতাংশ করার বিষয়েও অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে বিষয়টি পরিস্কার নির্দেশনা ছিলনা।

সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে কর্মচারীরা আগেই ৫০ শতাংশ ভাতা পাচ্ছেন বলে তাদের বিষয়টি গুরুত্ব পায়নি। পরে মাউশির পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করলেও অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আর ইতিবাচক অবস্থানে ফিরে আসেনি। আসলে এগুলো লোক দেখানো।

জানা গেছে, গত ২১ এপ্রিল মাউশি ২০২৪-২৫ অর্থবছরে ঈদুল আযহা উপলক্ষে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয় ১৪ মে কেবল শিক্ষকদের জন্য ভাতা বৃদ্ধির সম্মতি দেয়। এতে কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় নতুন করে সমস্যার সৃষ্টি হয়।

বর্তমানে পরিস্থিতি এমন যে, ঈদের আগে শিক্ষকদের জন্য বর্ধিত উৎসব ভাতার প্রজ্ঞাপন প্রস্তুত হলেও কর্মচারীদের ক্ষেত্রে তা পিছিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যদি দ্রুত সমাধান না আসে, তাহলে এ বছর কর্মচারীরা পূর্বের মতোই ৫০ শতাংশ ভাতা পাবেন এবং বর্ধিত ভাতা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিদ্ধান্তহীনতায় শিক্ষক-কর্মচারী উভয়ের মধ্যেই হতাশা ও শঙ্কা দেখা দিয়েছে। তবে বর্তমানের নতুন যে সংবাদ তা হলো এবারের ঈদের পূর্বে মাউশি ও অর্থ মন্ত্রণালয় আর নতুন কোন সিদ্ধান্তে পৌছাতে চাচ্ছে না। অর্থাৎ কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় যেভাবে তাদের সম্মতি প্রকাশ করেছে আগামী ঈদুল আযহার পূর্বে সেভাবেই শুধু শিক্ষকদের বৃদ্ধি প্রাপ্ত উৎসব ভাতা কার্যকর করতে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে। কর্মচারীদের বিষয়টি পরবর্তীতে ঈদের পর চিন্তাভাবনা করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme