এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের জিও জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অনুমোদনের পর সংশ্লিষ্ট অর্থ ব্যাংকে পাঠানো হবে। এরপর শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।
মঙ্গলবার (২০ মে) মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্মকর্তারা কাজ করে এপ্রিল মাসের বেতনের জিও জারি করেন। তবে প্রস্তাবনা দেরিতে পাঠানোর কারণে সময়মতো বেতন ছাড় করতে সমস্যা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেতনের প্রস্তাব বিলম্বে পাঠায় এবং পরে জিও জারিতে চাপ সৃষ্টি করে। এতে শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরও জানান, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি অফিস) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসহ ব্যাংকে অর্থ পৌঁছাতে দুই দিন সময় লাগতে পারে। সব ঠিক থাকলে বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়া সম্ভব। না হলে আগামী সপ্তাহের শুরুতে বেতন মিলবে।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে বেতন পান, তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন এখনো অনেকাংশে ‘অ্যানালগ’ পদ্ধতিতে প্রদান করা হয়, যা শিক্ষকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি পদ্ধতিতে বেতন দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক শিক্ষক-কর্মচারী ইএফটি সুবিধা পেলেও, বর্তমানে কয়েক ধাপে প্রায় তিন লাখ শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন।
তবে এপ্রিল মাসের বেতন এখনো অনেকে পাননি। জিও জারির পর আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহেই তারা বেতন হাতে পাবেন।
Leave a Reply