1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন জটিলতা: ইএফটি অজুহাত আর অব্যবস্থাপনার করুণ চিত্র ইএফটি বাস্তবায়ন: প্রাথমিক, মাধ্যমিক ও এমপিও শিক্ষকদের পার্থক্যপূর্ণ বেতন প্রদান প্রক্রিয়া। সীমান্তে উত্তেজনার মধ্যেও থেমে নেই পাকিস্তানের সামরিক মহড়া এমপিওভুক্ত শিক্ষকেরা আমলাদের ভাসুর, সরকারের শ্বশুর। এপ্রিলের বেতন এর বর্তমান অবস্থা- যা জানাল মাউশি ৭ম ধাপের বেতন কোনদিন যা জানাল মাউশি? বদলির সুযোগ পাবেন যে সকল MPO শিক্ষক! এপ্রিলের বেতন প্রাপ্তিতেও মাউশির সেই পুরাতন অজুহাত। মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, জুতা পেটার ঘটনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: প্রত্যাশা, বাস্তবতা ও ভবিষ্যৎ পথচলা

মে মাসের ১ম সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন।

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৭৯ Time View
মে মাসের ১ম সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন।

আশার আলো: মে মাসের প্রথম সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন আসছে!

দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ—এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বছরের পর বছর ধরে সীমিত সুবিধা, অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার মধ্যেও তাঁরা নিরবচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের আলোকিত করে চলেছেন। তাই তাঁদের বেতন-ভাতা শুধু আর্থিক নয়, এটি তাঁদের আত্মমর্যাদার স্বীকৃতি।

সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ খবরে খানিকটা স্বস্তি ফিরেছে শিক্ষক-কর্মচারী মহলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, আগামী মে মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে।

তবে এই ঘোষণার পাশাপাশি একটি বাস্তবতাও রয়েছে—এখনো পর্যন্ত বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। অর্থাৎ, এখনো রয়েছে কিছু আনুষ্ঠানিকতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই অগ্রিম ঘোষণা একটি ইতিবাচক বার্তা বটে।

কেন এই বেতন সময়মতো দেওয়া জরুরি?

১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্যের বাজারে বেতন দেরিতে পাওয়ার অর্থ—ঋণে জর্জরিত হওয়া।

২. রমজান ও ঈদ উদ্‌যাপনের সময়গুলোতে, আর্থিক সংকট পরিবারে মানসিক চাপ তৈরি করে।

৩. বিদ্যালয়ের মনোযোগ ও কাজের পরিবেশেও এই আর্থিক অনিশ্চয়তা বিরূপ প্রভাব ফেলে।

দায়িত্বশীলতা ও স্বচ্ছতা প্রয়োজন

প্রতিবারের মতোই প্রশ্ন থেকে যায়—যখন শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বেতন পান না, তখন কোথাও যেন প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি থেকে যায়। অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বিলম্ব, অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি কিংবা বাজেট সংকট—এসব কারণ যাই হোক না কেন, এক শ্রেণির শিক্ষাকর্মীর মৌলিক চাহিদা বারবার অবহেলিত হয়।

✍️ উপসংহার: আশার জায়গা রাখতে চাই

যদিও এখনো বেতন প্রস্তাব পাঠানো হয়নি, তবে শিক্ষা অধিদপ্তরের দেওয়া সময়সীমা অনুযায়ী মে মাসের প্রথম ভাগেই বেতন পৌঁছাবে—এমন আশা রাখা যায়। তবে কেবল আশা নয়, প্রয়োজন সময়মতো পরিকল্পনা ও প্রক্রিয়া সম্পন্ন করা।

শিক্ষকদের বেতন শুধুই একটি অর্থনৈতিক লেনদেন নয়, এটি তাঁদের সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশ। তাই দয়া করে এ বিষয়টি বারবার দেরি করে বিতর্কিত না করে, প্রক্রিয়াটিকে স্থায়ী ও পূর্বনির্ধারিত করার উদ্যোগ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme