এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার এবং তৃতীয় ধাপে ৮৪ হাজার ৭০০ শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর-২০২৪ মাসের বেতন-ভাতা পেয়েছেন। এখন চতুর্থ ধাপে ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারী বেতন পাবেন।
সেই ধারাবাহিকতায় যে সকল শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন প্রয়োজন তাদের জন্য নির্দেশনা প্রকাশিত হয়েছে:
সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাউশির সিদ্ধান্ত মোতাবেক ইএফটির প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে হবে। নিজেদের প্রয়োজনে।
Leave a Reply