গত ৫ অক্টোবর বর্তমান সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরনের যে সিদ্ধান্ত গ্রহণ করেন তার ধারাবাহিকতায় এমপিওভুক্ত স্কুল ও কলেজের ৩ লাখ ৯৮ হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে ৪টি ধাপে প্রায় ৩ লাখ ৭২ হাজার শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পর্যাক্রমে কারিগরি ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণও ইএফটির আওতায় আসবে। ইতিমধ্যে কারিগরির শিক্ষক কর্মচারীদের তথ্য পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির আওতায় আনার জন্য সরকার ইতিমধ্যে পাইলটিং এর সিদ্ধান্ত নিয়েছে।
এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটি চালূ করতে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখিন হতে হয়। ভবিষ্যতে যেন সেই সমস্যা গুলো দেখা না দেয় তার জন্য যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় তা নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বেসরকারী মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদ এর নির্দেশনা দেওয় হয়েছে। তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার মাদ্রাসা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি কর হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষক কর্মচারীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষ অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারী অংশ ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য পাইলটিং কার্যক্রম চলমন রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লিখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন।
আগামী মার্চ মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে। অন্যথায় এমপিও আবেদন বাতিল করে দেওয়া হবে।
যেসব সকল তথ্য হালনাগদ করতে লাগবে তা হলঃ
১) জাতীয় পরিচয় পত্র অনুসারে আবেদন কারীর নাম(বাংলা ও ইংরেজী)
২) মাতার নাম (বাংলা ও ইংরেজীতে)
৩) জন্ম তারিখ(জাতীয় পরিচয় পত্র অনুযায়)
৪) মোবাইল নম্বর(নিজ জাতীয় পরিচয় পত্র দিয়ে বায়োমেট্রিক করানো)
৫) পদ ও পদবী
৬) বেতন কোড
৭) ছবি ৮) যোগদানের তারিখ ৯) ব্যাংকের তথ্য (ব্যাংকের নাম, হিসাব নং, একাউন্ট নম্বর, রাউটিং নম্বর)
এই সকল তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তর এর মেমিস সার্ভারে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
Leave a Reply