এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের গত ৫ অক্টোবর ২০২৪ শিক্ষক দিবসে সরকার ঘোষণা দেয় যে, তাদের বেতনও সরকারী কর্মচারীদের ন্যায় ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে। সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু স্কুল ও কলেজের এমপিওভুক্ত ৩,৯৮,০০০ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। । সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ১ তারিখে ১,৮৯,৯১৩ জন শিক্ষক কর্মচারীর বেতন তড়িঘড়ি করে প্রদান করে।
কিন্তু এই তাড়াহুড়া করতে গিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বিশাল একটি অংশ বাদ পড়ে যায়। যার সংখ্যা প্রায় ২ লক্ষ। সেই সমস্যার সমাধান আজকাল পরশু করতে করতে প্রায় ১৮ দিন পর গত ১৯ তারিখে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর পেমেন্ট তালিকা প্রকাশ করে যার সংখ্যা ৬৭হাজার ৪৪০ জন। ২য় ধাপের শিক্ষক কর্মচারীগণের বেতনের টাকা গত ৩০ জানুয়ারী তাদের ব্যাংক একাউন্টে পোষ্টিং হয়।
গত ২৭/০১/২০২৫ তারিখ সোমবার আরও প্রায় ৮৪ হাজার এর অধিক শিক্ষক কর্মচারীর পেমেন্টের তালিকা প্রকাশ করে। এ পর্যন্ত তিন ধাপে ৩,৪২,১২৭ জন শিক্ষক কর্মচারী ইএফটি আওতাভুক্ত হয়েছেন। এরপর আবার ৪র্থ ধাপের তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে সেখানে প্রায় ৩০ হাজারের অধিক শিক্ষক কর্মচারী অন্তভুর্ক্ত হবে বলে শোনা যাচ্ছে। যা অবশ্যই খুশির সংবাদ নিংসন্দেহে।
আজ ০৫/০২/২৫ইং তারিখ ৩য় ধাপের আরও ৮৪ হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংক একাউন্টে পোষ্টিং হয়েছে যা অত্যন্ত খুশির খবর। এই খবরে আজ ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর পরিবারে খুশির আমেজ বইছে।
এই খুশির খবরের পাশাপাশি আর একটা খবর আগামীকাল পাওয়া যাবে তা হল যে, যে সকল শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করা লাগবে তা আগামীকাল প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে প্রকাশ করা হবে বলে মাউশি সুত্রে খবর জানা গেছে। তাই বলা যায় আগামীকালও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সজাগ থাকতে হবে যে, কখন সেই সংশোধনী প্রকাশ করা হবে। সেই সংশোধনী দেখে যার যেটুকু সংশোধন করা দরকার সেই মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা কেউ অপ্রয়োজনীয় তাড়াহুড়া করব না। কেননা তাড়াহুড়া করলে কোন কাজই সঠিক হয় না। বরং সে কাজ দেরি ও ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয়।
সংশোধনীতে কারও নাম, কারও জন্মতারিখ বা কারও একাডেমিক সনদ ইত্যাদি ধরনের সংশোধন করা লাগতে পারে। সে যাই হোক সকল কিছুই সংশোধন করা সম্ভব। হয়ত সময় মতো সঠিক জায়গায় নক করতে হবে। এবং সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পরিশেষে একটা কথা বলে শেষ করব যে, কেউ অহেতুক ভয় পাবেন না। যার যেটুকু সংশোধনের নির্দেশনা আসে সে সেটুকু নিয়ে মাথা ঠান্ডা করে সঠিক পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করুন সবকিছু সময়মতো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply