গত ৫ অক্টোবর ঘোষিত ইএফটিতে বেতন প্রদানের জন্য যে সিদ্ধান্ত সরকার নেয় তার সুফল এদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পুরোপুরি উপভোগ করতে পারেনি তার অন্যতম প্রধান কারণ হলো মাউশির হটকারী সিদ্ধান্ত। মাউশি যদি চৌকস সিদ্ধান্ত নিতে পারত তাহলে সকল বৈধ্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগুণ এক সাথে এই সুবিধা উপভোগ করতে পারতো।
১ থেকে তিন ধাপের তিন তালিকা প্রকাশ করতে ১ মাসের বেশি লাগেনি। তাই যদি এক মাস দেরি করে সকল শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন প্রদান করা হত তাহলে এর আনন্দটা অন্যরকম হতো বলে মনে হয়। সরকারের ভাবমূর্তী অনেক উজ্জল হতো। কিন্তু তা হতে দেয়নি আমাদের আমলাতন্ত্রের ষড়যন্ত্র।
যাই হোক আজকে আর এই যড়যন্ত্র তত্ত খুজবো না যে কারণে লিখছি তা হলো যে, যারা এখন পর্যন্ত ইএফটির ২য় ধাপের বেতন সকল শিক্ষক কর্মচারীর একাউন্টে যুক্ত হয়েছে। আশা করা যায় আপনিও পেয়েছেন। যদি কোন কারণে আপনি না পেয়ে থাকেন(যে সকল শিক্ষক কর্মচারীর ২য় পেমেন্টে তালিকায় নাম এসেছে) তাহলে আপনারা ও ৩য় ধাপের পেমেন্ট তালিকায় যাদেরে নাম এসেছে তারা একসাথে ২ মাসের বেতন পাবেন আশা করা যায়। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই।
Leave a Reply