২০২৪ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের যে ঘোষনা সরকার দিয়েছিল তার আংশিক বাস্তবায়ন হয়েছে জানুয়ারীর ১ তারিখে। ১ লক্ষ ৮৯ হাজার শিক্ষক কর্মচারীদের ১ম ধাপে বেতন প্রদানের মাধ্যমে। ২য় ধাপে গত ১৯ তারিখে আরও ৬৭ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীর পেমেন্ট তালিকা প্রকাশ করে। আর আজ২৭/০১/২০২৫ইং তারিখে ৩য় ধাপে আরও ৮৪ হাজার এর অধিক শিক্ষক কর্মচারী পেমেন্ট তালিকা প্রকাশ করেছে ইএমআএস সেল।
এখনও কিন্তু সকল শিক্ষক কর্মচারী তাদের নাম ইএফটির তালিকায় দেখতে পায়নি। হ্যাঁ তবে তিন ধাপ মিলে প্রায় অধিকাংশ শিক্ষক কর্মচারী কিন্তু এখন ইএফটির আওয়তাভুক্ত। প্রথম ধাপে ১ লক্ষ ৮৯ হাজার ২য় ধাপে ৬৭৪৪০ ও তৃতীয় ধাপে প্রায় ৮৪ হাজার সবমিলিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার শিক্ষক কর্মচারী কিন্তু এখন ইএফটির আওতাভুক্ত হলো। বাকি রইল আরও প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষক কর্মচারী যাদের কিনা নমের অথবা জন্ম তারিখের বড় ধরনের ভুল রয়েছে।
৩য় ধাপের পেমেন্ট লিস্টে যাদের নাম আসেনি তাদের তথ্য সংশোধন সাপেক্ষে ইএএফটির আওয়তাভুক্ত করা হবে।
হ্যাঁ তবে তাদের বেতন কতদিন নাগাদ তাদের ব্যাংক হিসেবে পৌছাবে তা এখনই সঠিক করে বলা যাচ্ছে না। তবে অতীতে অভিজ্ঞতায় যা বলা যায় তা হলো 7-10 দিন সময় লাগতে পারে। কারণ এই তালিকার জিও জারি করা হবে তারপর হিসাব বিভাগ ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হতে হবে তারপর আইবাস++ এর নিকট প্রেরণ করা হবে। তারপর বেতনের টাকা ব্যাংক হিসাবে পৌছাবে।
এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীর সংখ্যা ডিসেম্বরের হিসাব অনুযায়ী ৩ লাখ ৯৮ হাজার।
Leave a Reply