সরকারের ঘোষণা অনুযায়ী বেসরকারী শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন প্রদানের সিদ্ধান্ত ইতিমধ্যে আংশিক বাস্তবায়ন হয়েছে। হয়ত একসময় পুরোপুরি বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু প্রথম মাসের বেতন প্রদানের অবস্থা দেখে কিন্তু বেসরকারী শিক্ষক কর্মচারীদের সেই পুরাতন শঙ্কা আবার নতুন করে জেগে উঠেছে যে মাসের শুরুতেই আনমরা বেতন পাব তো না সেই পুরাতন এনলগের যে জ্বালাতন মাসের অর্ধেক শেষ হয়ে যায় বেতনের কোন খোঁজখবর থাকে না। সেই অবস্থা…..
দেখেন আইবাস++ কর্তৃপক্ষ কিন্তু অর্থের সংস্থান করে না। তাদের কাজ হলো পণ্য পরিবহণ করার মতো অনেকটা। ট্রান্সর্পোট এজেন্সির মতো। আইবাস++ কে আপনি অর্থ দিবেন যে, তুমি বা তোমরা এদের কে এদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে এই টাকা এই পরিমাণ করে পাঠিয়ে দাও। আই পণ্য পরিবহণের মত টাকাও আপনাকে পরিবহণ করে আপনার একাউন্টে পৌছে দেবে। কিন্তু আসল প্রশ্ন হলো টাকা আপনি যখন দিবেন আইবাস++ তখন তো আপনি যদি টাকা না দেন আইবাস++ কোথায় থেকে দিবে বলেন।
বিস্তারিত আসছে…..
Leave a Reply