ব্যানবেইসের তথ্যমতে দেশে বর্তমানে কারিগরি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যা ২ হাজার ২২২ টি এবং এই সকল প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা ৫০ হাজারের অধিক। এমপিওভুক্ত স্কুল ও কলেজের মত কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর ও বেতন প্রদানে নানা ধরনের বৈষম্য বিদ্যমান। সেই বৈষম্য দুরীকরণে লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগ অবশ্যই প্রসংশার দাবীদার। কিন্তু সেই প্রসংশা যেন শংকায় পরিণত না হয় তার দিকে সকলের নজর দেওয়া জরুরী। স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর মত যেন পরিকল্পনাবিহীন কার্যক্রম গ্রহণ না করা হয়। তার জন্য জোর দাবী জানচ্ছি। সাথে সাথে এই সকল প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের ও সচেতেন হওয়ার পরামর্শ দিচ্ছি। এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর মত হয়রানি না হতে হয়। পরিকল্পনা বিহীন কাজ করার জন্য আজ এমপিওভুক্ত স্কুল কলেজের প্রায় লাখের উপর শিক্ষক কর্মচারী কিন্তু এখন পর্যন্ত বেতন পায়নি কোন দিন পাবে তার কোন ধারণা পাওয়া যাচ্ছে না।
তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের প্রতি কিছু পরামর্শ উল্লেখ করছিঃ
১) দ্রুত ও স্থির মস্তিষ্কে প্রয়োজনীয় কাগজ পত্র গুলো এক জায়গায় করুন।
২) এনআইডির তথ্যের সাথে অন্যসময়ে প্রেরিত তথ্যের মিল ও অমিল থাকলে তা নিজেই খুঁজে বের করার চেষ্টা করুন। যদি অমিল পান তাহলে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করুন। এবং তা সংশোধন করার চেষ্টা করুন। কারণ ভুল তথ্য প্রেরণ করলে আপনি ইএফটির আওতায় আসবেন না।
৩) এমপিও তথ্যের সাথে এনআইডির তথ্যের কি কোন অমিল আছে কিনা মিলিয়ে দেখুন। যদি থেকে তাহলে সংশোধনের প্রস্তুতি নিন।
৪) এনআইডি, শিক্ষা সনদ ও এমপিওশীটের তথ্যের কোন অমিল আছে কিনা । বিশেষ করে নামের বানান ও জন্মতারিখ এর কোন সমস্যা আছে কিনা। জন্মতারিখের ভুল কিন্তু কোনভাবেই গ্রহণ যোগ্য নয়।
৫) আপনার মোবাইল নম্বর আপনার নিজ এনআইডি দিয়ে বায়োমেট্রিক করা আছে কিনা মিলিয়ে নিন।
৬) ব্যাংক তথ্যের সাথে অন্যান্য তথ্যগুলো মিল থাকা জরুরি। বিশেষ করে ব্যাংক হিসাব নম্বর ও হিসাবের নাম খুব যত্ন সহকারে প্রেরণ করুন। ব্যাংক হিসাবের নামের সাথে ডট(.), কমা (,),হাইফেন(-) গ্রহণযোগ্য নয়। এবং ব্যাংক হিসাব ১৩-১৭ ডিজিটের হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ভুল হলে কিন্তু বেতন আসবে না।
৭) আইবাস++ কিন্তু একবারই ভেরিফিকেশন করবে একটি এনআইডিকে সেখানে যদি কোন ভুল ধরা পড়ে তাহলে আপনি ১ম ধাপে বেতন পাবেন না। তাই এই বিষয়ে সাবধান হন।
৮) আইবাস++ একটি অত্যন্ত সিকিউর এবং ট্রাস্টেড সংস্থা এবং তাদের সফটওয়্যার কিন্তু অত্যন্ত সংবেদনশীল তাই সেখানে কোন ভুল এড়ানোর সুযোগ নাই তাই প্রেরিত তথ্য কোন ভাবে ভুল যাতে না হয় সেদিকে নজর দিবেন আশা করি।
(চলমান……..)
Leave a Reply