1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
Title :
Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে নতুন চক্রান্তের আভাস বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন নিয়ে স্পষ্ট অবস্থান জাতীয়করণ প্রত্যাশী জোটের MPO শিক্ষক কর্মচারীদের আনুপাতিক হারে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে লিগ্যাল নোটিশ নির্বাচনের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে যা জানাল মন্ত্রণালয় আবারও অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের-প্রসংগ শতাংশ আকারে বাড়িভাড়া বদলি সফটওয়্যার তৈরি নিয়ে যে সিদ্ধান্ত হলো মাউশি ও ইএমআইএসেলের সভায় বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন কোনদিন যা জানাল মন্ত্রণালয় আগের পরিপত্র বাতিল শতকরা আকারে বাড়ি ভাড়া পাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় সভায় মিলিত শিক্ষা ও অর্থামন্ত্রণালয় নতুন পে স্কেলে গ্রেড কমালে লাভবান হবে কে বা কারা

MPO ভুক্ত কর্মচারীদের কঠোর আন্দোলনের ডাক-কারণ জানুন

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View
MPO ভুক্ত কর্মচারীদের কঠোর আন্দোলনের ডাক-কারণ জানুন

বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী কর্মচারীরা বহুদিন ধরেই একটি যৌক্তিক দাবি জানিয়ে আসছেন—তাদের জন্য সর্বজনীন বদলি ব্যবস্থা চালু করা হোক। আজ সোমবার প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ এমপিওভুক্ত কর্মচারী ঐক্যজোট

কর্মচারীদের বঞ্চনা কোথায়?

বর্তমানে বেসরকারি শিক্ষকদের জন্য বদলির সুযোগ তৈরি হলেও কর্মচারীরা সেই সুবিধা পাচ্ছেন না। অথচ শিক্ষক ও কর্মচারী উভয়েই শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ। স্মারকলিপিতে বলা হয়েছে—

  • অনেক কর্মচারী নিজ জেলা থেকে দূরে, অন্য জেলায় বা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন।
  • কেবলমাত্র শিক্ষা ও সেবার মানসিকতায় তারা এ দায়িত্ব পালন করছেন।
  • কিন্তু দীর্ঘদিন পরও তাদের পারিবারিক সমস্যা, মানসিক চাপ কিংবা সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বদলির কোন সুযোগ দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, এই বদলির ব্যবস্থা চালু করতে সরকারের অতিরিক্ত বাজেটের প্রয়োজন নেই। বরং এর ফলে কর্মচারীরা স্বস্তিতে কাজ করতে পারবেন, অফিস কার্যক্রম হবে কার্যকরী, আর শিক্ষার মানও বাড়বে।

সংগঠনের নেতৃত্বের বক্তব্য

ঐক্যজোটের সভাপতি মো: রাসেল মন্ডল স্পষ্টভাবে বলেছেন—
এটি নিঃসন্দেহে এক ধরনের বৈষম্য। শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন, অথচ কর্মচারীরা পাচ্ছেন না। সরকার যদি দ্রুত এ বৈষম্য দূর না করে, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

মহাসচিব মো: মাহবুব আলমের বক্তব্য আরও তীব্র—
সরকার বৈষম্য দূর করার কথা বললেও তারা বরং বৈষম্য সৃষ্টি করছে। শিক্ষকদের বদলি চালুর মধ্যে দিয়ে কর্মচারীদের প্রতি অবিচার করা হয়েছে। এই অবস্থায় দ্রুত বদলির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

কেন বদলি ব্যবস্থা জরুরি?

১. কর্মচারীরা পারিবারিকভাবে ও মানসিকভাবে স্থিতিশীল হবেন।
২. অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও শৃঙ্খলা বাড়বে।
৩. কর্মচারীদের অসন্তোষ কমবে, ফলে কর্মপরিবেশ হবে ইতিবাচক।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন ঘটবে।

উপসংহার

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেমন শিক্ষক অপরিহার্য, তেমনি কর্মচারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এক পক্ষকে বদলির সুযোগ দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত রাখা কেবল বৈষম্যই নয়, বরং শিক্ষা ব্যবস্থার জন্যও ক্ষতিকর। সরকারের এখনই উচিত এই বৈষম্য দূর করে শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য সমান বদলি নীতিমালা প্রণয়ন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme