1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
Title :
Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে নতুন চক্রান্তের আভাস বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন নিয়ে স্পষ্ট অবস্থান জাতীয়করণ প্রত্যাশী জোটের MPO শিক্ষক কর্মচারীদের আনুপাতিক হারে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে লিগ্যাল নোটিশ নির্বাচনের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে যা জানাল মন্ত্রণালয় আবারও অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের-প্রসংগ শতাংশ আকারে বাড়িভাড়া বদলি সফটওয়্যার তৈরি নিয়ে যে সিদ্ধান্ত হলো মাউশি ও ইএমআইএসেলের সভায় বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন কোনদিন যা জানাল মন্ত্রণালয় আগের পরিপত্র বাতিল শতকরা আকারে বাড়ি ভাড়া পাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় সভায় মিলিত শিক্ষা ও অর্থামন্ত্রণালয় নতুন পে স্কেলে গ্রেড কমালে লাভবান হবে কে বা কারা

শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সাজানো নাটকের সংলাপ রচয়িতা ও পরিচালনার দায়িত্বে মাউশি

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭০৭ Time View
শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সাজানো নাটকের সংলাপ রচয়িতা ও পরিচালনার দায়িত্বে মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে তারা মাসিক মাত্র ১ হাজার টাকা হারে বাড়ি ভাড়া পাচ্ছেন, যা কোনোভাবেই বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি আর্থিক বিবরণী সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যেখানে শিক্ষকদের বাড়ি ভাতা মূল বেতনের শতাংশ হারে নির্ধারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা উপদেষ্টার প্রস্তাব ও মন্ত্রণালয়ের পদক্ষেপ

৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়—শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা পাচ্ছেন মূল বেতনের ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা মাসিক ৫০০ টাকা এবং বাড়ি ভাড়া মাত্র ১ হাজার টাকা।

এর আগে শিক্ষা উপদেষ্টা একটি আধাসরকারি পত্রে এসব ভাতা বৃদ্ধির সুপারিশ করেন। তার প্রস্তাবে উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করা এবং বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকায় বাড়ানোর অনুরোধ করা হয়েছিল।

শিক্ষকদের প্রকৃত দাবি : শতকরা হারে ভাতা

কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা বলছেন—নির্দিষ্ট অঙ্কের ভাতা বৃদ্ধি কোনো কার্যকর সমাধান নয়। তাদের মতে, মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে শতাংশ হারে ভাতা নির্ধারণই ন্যায্য। এজন্য তারা বাড়ি ভাড়া ভাতা অন্তত ২০ শতাংশ হারে প্রদানের আবেদন জানিয়েছেন।

এ প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত আর্থিক বিবরণীতে শতকরা হারে বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট অঙ্ক বাড়ানোর পরিবর্তে ভাতাটি মূল বেতনের একটি অনুপাত হিসেবে নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

কেন প্রয়োজন শতকরা হারে ভাতা?

বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতনের সঙ্গে শতকরা হারে বাড়ি ভাতা পেয়ে থাকেন। অথচ বেসরকারি শিক্ষকদের জন্য এই সুবিধা নেই, যা বৈষম্য তৈরি করছে। বড় শহরগুলোতে বাসাভাড়া আকাশচুম্বী হলেও শিক্ষকরা একই হারে ভাতা পাচ্ছেন, ফলে তা তাদের প্রকৃত খরচের তুলনায় নগণ্য হয়ে পড়ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন উদ্যোগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তবে এখন প্রশ্ন হলো—অর্থ মন্ত্রণালয় এই প্রস্তাব কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং কবে থেকে বাস্তবায়নের দিকে এগোবে। শিক্ষক সমাজ এখন সেই আশায় দিন গুনছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme