1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
Title :
Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে নতুন চক্রান্তের আভাস বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন নিয়ে স্পষ্ট অবস্থান জাতীয়করণ প্রত্যাশী জোটের MPO শিক্ষক কর্মচারীদের আনুপাতিক হারে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে লিগ্যাল নোটিশ নির্বাচনের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে যা জানাল মন্ত্রণালয় আবারও অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের-প্রসংগ শতাংশ আকারে বাড়িভাড়া বদলি সফটওয়্যার তৈরি নিয়ে যে সিদ্ধান্ত হলো মাউশি ও ইএমআইএসেলের সভায় বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র ও প্রজ্ঞাপন কোনদিন যা জানাল মন্ত্রণালয় আগের পরিপত্র বাতিল শতকরা আকারে বাড়ি ভাড়া পাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় সভায় মিলিত শিক্ষা ও অর্থামন্ত্রণালয় নতুন পে স্কেলে গ্রেড কমালে লাভবান হবে কে বা কারা

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে জানাল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৬৩২ Time View
শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে জানাল মাউশি

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের ছুটি ঘোষণার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি ঘোষণামতে ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ৭ অক্টোবর। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশ থাকায় কেউ কেউ এটিকে ছুটি বাড়ানো হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করেছেন এবং ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, আসল ছুটি ৭ অক্টোবরেই শেষ হবে। ৮ অক্টোবর থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। কেবলমাত্র ৮ ও ৯ অক্টোবর পরীক্ষামুক্ত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা চাপের মুখে না পড়েন। তিনি স্পষ্ট করে বলেন, এই নির্দেশনার অর্থ ছুটি বৃদ্ধি নয়।

তিনি আরও জানান, যারা ভুলবশত ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা মন্ত্রণালয়ের মূল নির্দেশনা অনুসরণ করেননি। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর থেকেই ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে কোনো অতিরিক্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি; বরং প্রতিষ্ঠানপ্রধানদের সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস পরিচালনার দায়িত্ব নিতে হবে।

মূল কথা: ছুটি শেষ হচ্ছে ৭ অক্টোবরেই। ৮ অক্টোবর থেকে ক্লাস চালু হবে, তবে ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme