বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন প্রদানের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যেই এ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল গত রবিবার। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার জন্য। যা অনুমোদন হয়ে গেছে এখন আশা করা যাচ্ছে চলতি সপ্তাহেই এটি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। তারপর এটি যাবে মহাহিসাবরক্ষকের অফিসে তারপর সেখান হয়ে এটি যাবে আইবাস++ এর নিকট। তারপর এটি শিক্ষক কর্মচারীদের নিজ নিজ একাউন্টে পোষ্টিং হবে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট দপ্তর।
ইতিমধ্যে কিন্তু প্রতিষ্ঠানের ইএফটির ড্যাশবোর্ডে কিন্তু সেপ্টেম্বর ২০২৫ মাসের পেমেন্ট তালিকা দৃশ্যমান করা হয়েছে। তার অর্থ বেতন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পেতে খুব একটা দেরি হবে না।
এই ধাপে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী বেতনের আওতায় আসবেন। এর মধ্যে—
এমপিওভুক্ত শিক্ষকদের বিশাল অংশ স্কুল পর্যায়ে হলেও কলেজ পর্যায়ের সংখ্যা-ও কম নয়। সমন্বিতভাবে এই শিক্ষক-কর্মচারীরাই দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড।
মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল (ইএমআইএস) জানায়, সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব ইতোমধ্যে তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যা অনুমোদন শেষে এখন দ্রুতই এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে ব্যাংকে অর্থ ছাড় হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাঁদের বেতন ব্যাংক হিসাবে পাবেন। তবে আগামী সপ্তাহ বলতে তা সপ্তাহের শুরুর নাগাদ হয়ে যাবে তবে একটা শংকার জায়গাও রয়েছে কারণ ইতিমধ্যে রয়েছে আবার সরকারী ছুটি বিধায় সেপ্টেম্বরের বেতন শিক্ষক কর্মচারীগণ হাতে পেতে পেতে তা সোমবার বা মঙ্গলবার নাগাদ হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের হাতে সেপ্টেম্বরের বেতনের টাকা পৌঁছানোর যে কথা ছিল তা এ মাসে সম্ভব হলেও হতে পারে। অথ্যাৎ প্রতিশ্রুতি কিছুটা হলেও বাস্তবে রূপ নিচ্ছে।
শিক্ষকরা মনে করছেন, বেতন প্রক্রিয়া নিয়মিত হলে তাঁদের অর্থনৈতিক অনিশ্চয়তা অনেকটা কমবে। বিশেষত চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সময়মতো বেতন পাওয়া তাঁদের পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়াবে।
সারসংক্ষেপে বলা যায়, সেপ্টেম্বরে প্রায় ৩ লাখ ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন প্রক্রিয়া এখন শেষ ধাপে, যা এক সপ্তাহের মধ্যেই ব্যাংক হিসাবে জমা হওয়ার কথা।
Leave a Reply