আগামীর নতুন পে-স্কেল ও সুবিধাসমূহঃ
অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে। এ কাঠামোয় গ্রেড সংখ্যা থাকবে পূর্বের মতোই ২০টি। যদিও গ্রেড সংকোচনের একটি প্রস্তাব ছিল বিভিন্ন মহল থেকে তবে সেই বিতর্কে সম্ভবত যাচ্ছে না এই কমিশন। নিচে গ্রেডভিত্তিক নতুন বেতন তালিকা এবং অতিরিক্ত সুবিধাসমূহ দেওয়া হলো—
নতুন বেতনের তালিকা (গ্রেডভিত্তিক)-প্রস্তাবিত
- ২০তম গ্রেড : ১৬,৫০০ টাকা
- ১৯তম গ্রেড : ১৭,০০০ টাকা
- ১৮তম গ্রেড : ১৭,৫০০ টাকা
- ১৭তম গ্রেড : ১৮,২০০ টাকা
- ১৬তম গ্রেড : ১৮,৬০০ টাকা
- ১৫তম গ্রেড : ১৯,২০০ টাকা
- ১৪তম গ্রেড : ২০,৩০০ টাকা
- ১৩তম গ্রেড : ২১,৫০০ টাকা
- ১২তম গ্রেড : ২৪,১০০ টাকা
- ১১তম গ্রেড : ২৭,৩০০ টাকা
- ১০ম গ্রেড : ৩৬,০০০ টাকা
- ৯ম গ্রেড : ৪৭,০০০ টাকা
- ৮ম গ্রেড : ৫৩,০০০ টাকা
- ৭ম গ্রেড : ৫৬,০০০ টাকা
- ৬ষ্ঠ গ্রেড : ৬০,০০০ টাকা
- ৫ম গ্রেড : ৬৭,০০০ টাকা
- ৪র্থ গ্রেড : ৭১,০০০ টাকা
- ৩য় গ্রেড : ৭৭,০০০ টাকা
- ২য় গ্রেড : ৮৫,০০০ টাকা
- ১ম গ্রেড : ১,২০,০০০ টাকা
বিভিন্ন ভাতা ও সুবিধার যে সুপারিশগুলো আসছে
- বার্ষিক ইনক্রিমেন্ট : ৫%
- বাড়িভাড়া ভাতা : মূল বেতনের ৪৫%
- চিকিৎসা ভাতা : ২,০০০ টাকা (মাসিক)
- যাতায়াত ভাতা : ৫০০ টাকা (মাসিক)
- টিফিন ভাতা : ৫০০ টাকা (মাসিক)
- উৎসব ভাতা : মূল বেতনের ১০০% (বছরে একবার)
- বৈশাখী ভাতা : মূল বেতনের ৫০% (বছরে একবার)
- শিক্ষা ভাতা :
- দুই সন্তান থাকলে ১,৫০০ টাকা (মাসিক)
- এক সন্তান থাকলে ৭৫০ টাকা (মাসিক)
নতুন কাঠামোয় মূল বেতন যেমন বাড়ছে, তেমনি বাড়িভাড়া, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা বেসিকের সাথে সংযুক্ত থাকায় প্রকৃত মাসিক আয় আরও বাড়বে।
সুত্রঃ প্রথম আলো
Post Views: 1,413
Leave a Reply