1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:২২ অপরাহ্ন

এপ্রিলের বেতন নিয়ে আবারও যে দুসংবাদ জানাল মাউশি।

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮০৩ Time View
এপ্রিলের বেতন নিয়ে আবারও যে দুসংবাদ জানাল মাউশি।

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন আটকে গেল, বিলম্বের আশঙ্কা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনো এপ্রিল মাসের বেতন পাননি। যদিও আগামী সপ্তাহে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে এখনো প্রস্তাব না পাঠানোয় বেতন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল জানিয়েছে, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব প্রস্তুতের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজ শেষ করে সোম বা মঙ্গলবারে প্রস্তাব পাঠানো হতে পারে মন্ত্রণালয়ে।

এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, “প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয়ের বাজেট শাখা ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চার-পাঁচ কার্যদিবস সময় লাগবে।” ফলে আগামী সপ্তাহেই বেতন পাওয়া কঠিন হয়ে পড়বে।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সপ্তাহের শুরুতে প্রস্তাব গেলেও ব্যাংকে টাকা পৌঁছাতে সময় লাগবে। তাই এপ্রিল মাসের বেতনের জন্য শিক্ষকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।”

বর্তমানে সরকারি কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)-এর মাধ্যমে বেতন পান। তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনো মূলত ‘অ্যানালগ’ ব্যবস্থায় আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন, যা দীর্ঘসূত্রতার সৃষ্টি করে।

এই সমস্যা নিরসনে গত বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ইএফটির আওতায় বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়ার ঘোষণা দেয়। ধাপে ধাপে প্রায় ৩ লাখ শিক্ষক-কর্মচারী এর আওতায় এলেও এপ্রিলের বেতন এখনো তারা পাননি।

সারসংক্ষেপ:

  • এপ্রিলের বেতন প্রস্তাব এখনো পাঠায়নি মাউশি
  • প্রক্রিয়া শেষ হতে ৪-৫ দিন সময় প্রয়োজন
  • ইএফটি চালুর পরও পুরোপুরি কার্যকর হয়নি সব স্তরে
  • শিক্ষকরা বেতন পেতে আরও কিছুদিন অপেক্ষায় থাকবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme