মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধনী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার অর্থ তুলতে পারবেন বলে জানা গেছে।
রোববার (২০ এপ্রিল) মিডিয়ার সঙ্গে আলাপকালে এ কথা জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম।
অধিদপ্তরের অর্থ শাখার এ কর্মকর্তা জানান, ‘গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চেক হস্তান্তর হওয়ার কথা। আগামীকাল সোমবার তারা ব্যাংক থেকে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।’
এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ড. কে এম শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।’
Leave a Reply