ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য প্রথমে services.nidw.gov.bd ভিজিট করুন। এখানে NID নম্বর, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। লগইন করে প্রোফাইল থেকে এডিট লিংক ক্লিক করে তথ্য গুলো সংশোধন করুন। এরপর সংশোধন ফি ও প্রমাণপত্র আপলোড করে আবেদন জমা দিন। আবেদন অনুমোদিত হলে তথ্য সংশোধন হবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রক্রিয়াটি নিচে বিস্তারিত দেখানো হলো। প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করে আপনার এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন।
ভোটার আইডি সংশোধন আবেদন করার আগে আপনার উচিত প্রয়োজনীয় প্রমাণগুলো স্ক্যান করে নির্দিষ্ট সাইজের মধ্যে Crop করে নেয়া। স্ক্যান করতে না পারলে, কোন টেবিলের উপর রেখে উপর থেকে ছবি তুলে নিন।
যদি জাতীয় পরিচয়পত্রের সাইটে রেজিস্ট্রেশন করা থাকে সরাসরি NID নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। রেজিস্ট্রেশন করা না থাকলে আগে রেজিস্টার অপশন থেকে রেজিস্ট্রেশন করুন।
দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন।
জাতীয় পরিচয় পত্রের একাউন্টে লগইন করার পর প্রোফাইল অপশনে যান। এখানে ৩ ধরণের তথ্য রয়েছে, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা।
ব্যক্তিগত তথ্য সংশোধন করার জন্য, উপরের ডান পাশ থেকে এডিট বাটনে ক্লিক করবেন। নিচের মত তথ্যগুলো সংশোধন করার অপশন পাবেন।
আপনি যে তথ্যটি সংশোধন করতে চান, তার বাম পাশের টিক অপশনে ক্লিক করুন। এভাবে আপনার ভুল তথ্যগুলো প্রমাণপত্রের সাথে মিল রেখে সঠিকভাবে টাইপ করুন। তারপর, পরবর্তী বাটনে ক্লিক করুন।
আপনার সংশোধন করা তথ্যের পূর্বরুপ ও সংশোধিত রুপ দেখতে পাবেন। সব ঠিক থাকলে আবারও পরবর্তী বাটনে ক্লিক করুন।
এখন, আপনাকে আপনার ভুল তথ্যের ধরণ অনুযায়ী ফি প্রদান করতে হবে। মনে রাখবেন, আপনার কম্পিউটার বা মোবাইলের এতক্ষণ যা করেছেন তা ক্লোজ করবেন না। ফি প্রদান করেই আপনাকে আবার আবেদনের বাকি কাজ শেষ করতে হবে। আরও পড়ুন- এনআইডি সংশোধন করতে কত টাকা লাগে।
বিকাশের মাধ্যমে ফি দিতে বিকাশ এ্যাপ থেকে আপনার বিকাশ একাউন্টে লগইন করুন। এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ফি পরিশোধ করা হলে আপনি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আবার ফিরে জান এবং প্রমাণপত্রসমূহ আপলোড করে আবেদনটি সাবমিট করুন।
আপনাকে ১ম ধাপেই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান বা ছবি তুলে একটি ফোল্ডারে রাখার জন্য বলেছিলাম। এখন প্রয়োজন মোতাবেক আপনার ডকুমেন্ট গুলো আপলোড করে আবেদন সাবমিট করতে পারবেন।
আপনি আইডি কার্ডের যে তথ্য পরিবর্তনের জন্য আবেদন জমা দিতে চলেছেন, তা প্রমান করার জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড কতে হবে। ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য সবথেকে কার্যকর প্রমান হলো শিক্ষাগত যোজ্ঞতার সনদ, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। তার পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপলোড করতে হবে।
আবেদন সাবমিট করার পর, ড্যাশবোর্ডে ফিরে আসুন। উপরের দিকে আবেদনটি ডাউনলোড করার একটি লিংক দেখতে পাবেন। লিংকে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন।
ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধন করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে প্রোফাইল অপশনে যান। এডিট লিংকে ক্লিক করে সঠিক জন্ম তারিখ লিখে ফি পরিশোধ করুন। সবশেষে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন সাবমিট করুন।
জাতীয় পরিচয়পত্রে বা ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধন করতে প্রয়োজন হয় এসএসসি বা সমমানের একাডেমিক সার্টিফিকেট এবং ডিজিটাল জন্ম নিবন্ধন। একাডেমিক সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এমপিও শীট বা সার্ভিস বইয়ের কপি এবং বিয়ের কাবিন নামা দেয়া যায়।
ভোটার আইডি কার্ডে নিজ নাম সংশোধন করতে জেএসসি / এসএসসি / এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জন্ম নিবন্ধন লাগে। শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকলে সেক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এমপিও শীট বা সার্ভিস বইয়ের কপি, বিয়ের কাবিন ও কমপক্ষে ২ সন্তানের আইডি কার্ডের কপি এগুলো থেকে যে কোন একটি দেয়া যায়।
অর্থাৎ আপনার নাম বা জন্ম তারিখের প্রমাণস্বরূপ কমপক্ষে ২টি ডকুমেন্ট দিলে ভাল হয়। যেকোন ১ টি ডকুমেন্ট দিয়েও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন অনুমোদন হওয়ার সম্ভাবনা কম।
তাই উপরে বর্ণিত ডকুমেন্ট গুলোর যে কোন ২টি ডকুমেন্ট দিলে ভাল হয়। আরও দেখুন ভোটার আইডি কার্ড নাম সংশোধন ফরম কিভাবে পূরণ করবেন।
জাতীয় পরিচয়পত্রের অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল নম্বর, ধর্ম, ঠিকানা ইত্যাদি। অনলাইনে আবেদন করে সঠিক প্রমাণ আপলোড করে এসব তথ্য সংশোধন করা যাবে। অন্যান্য তথ্য সংশোধনের জন্য ভ্যাট সহ ১১৫ টাকা ফি প্রযোজ্য হবে।
অনলাইনে ভোটার আইডি কার্ডের সম্পুর্ণ ঠিকানা পরিবর্তন করা যায়না। শুধুমাত্র বাসার নম্বর ও গ্রামের নাম সংশোধন করা যায়। সম্পূর্ণ ঠিকানা সংশোধনের জন্য একটি ঠিকানা পরিবর্তন ফরম পূরণ করে আপনার সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে।
[…] […]
[…] https://kp-nat.com/2025/02/15/কিভাবে-অনলাইনে-এনআইডি-কা/ […]
[…] এনআইডি সংশোধন করতে হলে যা করতে হবেঃ এনআইডি সংশোধন করতে যা করতে হবে […]
[…] এনআইডি সংশোধন করতে হলে যা করতে হবেঃ এনআইডি সংশোধন করতে যা করতে হবে […]
[…] অনলাইনে এনআইডি সংশোধন […]
[…] এনআইডি সংশোধন করতে হলে যা করতে হবেঃ এনআইডি সংশোধন করতে যা করতে হবে […]