বাংলায় একটা প্রবাদ আছে “অভাগা যেদিকে চায়, সগার শুকিয়ে যায়।” বর্তমান অন্তর্বতীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দুংখ দুর্দশা দেখে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেতন-ভাতা দেয়ার ঘোষণা দেয়। যা বাস্তবায়নের দায়িত্ব পড়ে আমাদের অভিভাবক সংস্থা হিসেবে খ্যাত মাউশির উপর। মাউশি মাউশির মত করে তা বাস্তবায়নের বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগগুলো যো কতটুকু গ্রহণযোগ্য, বাস্তব সম্মত তা নিয়ে যথেষ্ট প্রশ্ন করাই যায়।
মাউশি প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় করে। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড় হয়। ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করেন। সর্বশেষ গত সপ্তাহে ৪র্থ ধাপের ৮ হাজারের অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। ৫ম ধাপের ৮ হাজার অধিক শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতনের অপেক্ষায় আছে ডিসেম্বরের বেতনের।
বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৯৮ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করে মাউশি অধিদপ্তর। ২৭ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। সর্বশেষ তথ্যমতে ৪র্থ ধাপ পর্যন্ত ৩ লক্ষ ৪৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়েছে এবং আরও ৮ হাজার ৮ শত শিক্ষক কর্মচারী অতিদ্রুত ৫ম ধাপে ইএফটির আওতাভুক্ত হবে বলে মাউশি সুত্রে খবর নিশ্চিত হওয়া গেছে।
জানুয়ারীর বেতন এর জন্য ৩,৪৮,৭৬১ জন শিক্ষক কর্মচারীর অপেক্ষায় দিন কাটছে যদিও জানুয়ারীর বেতন ফেব্রুয়ারীতে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
এখন আসি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্তমানের গলারকাটা ইএফটির তথ্য সংশোধনের তালিকা প্রকাশের খবর নিয়ে। হ্যাঁ আজ প্রদর্শিত হয়েছে ইএফটির তথ্য সংশোধনের তালিকা। তবে সেই তালিকা অনেক বেশি কাজে না লাগলেও কিছুটা কাজে লাগবে। ইএফটির ড্যাশবোর্ডে লগইন করার পর ইএফটির পেম্যান্ট স্ট্যাটাস Show করলে পেমেন্ট তালিকা দেখা যাবে সেখানে কোন শিক্ষক কর্মচারীরা কে কোন ধাপে বেতন পেয়েছে তার তালিকা দেখা যাবে সেখান থেকে আপনি আপনার ধাপ জেনে নিন। তালিকাটি এভাবে দৃশ্যমান হবে-
উপরের তালিকার মত তালিকা থেকে আপনি আপনার ধাপ দেখে নিন কোন ধাপে আপনি বেতন পেয়েছেন। যদি ১ম ও ২য় ধাপে আপনার বেতন আপনি পেয়ে থাকেন তাহলে আপনার কোন প্রকার সংশোধনী লাগবে না। তবে ৩য় ধাপ ও তার পরের ধাপ গুলোতে যদি আপনার বেতন হয়ে থাকে তাহলে আপনার সংশোধনী লাগবে। আপনি আপনার এমপিও শীট অন্যান্য তথ্য প্রমাণাদি থেকে আপনার ভুল সনাক্ত করে তা সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন অতি দ্রুত সময়ের মধ্যে মনে রাখবেন সময় কিন্তু ০৬/০৩/২৫। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি সংশোধন পূর্বক ইএফটির ড্যাশবোর্ডে আপলোড করুন নচেৎ সমস্যায় পড়তে পারেন।
অনেক প্রয়োজনীয় তথ্য সংশোধন কিন্তু সময় সাপেক্ষ কাজ। নিচের লিংকগুলোতে প্রবেশ করলে কিছু দিক নির্দেশনা পাবেন কোন কাজে লাগলেও লাগতে পারে।
সকলে ভাল ভাবে সেই তথ্যগুলো দেখে তারপর আপনার করণীয়গুলো ঠিক করুন। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। কারও পরামর্শ গ্রহণ করলে কেউ ছোট হয়ে যায় না।
প্রিয় সহকর্মীবৃন্দ এর চেয়ে বেশি তথ্য আর মাউশি প্রকাশ করবে না বলে জানা গেছে। আর যদি প্রকাশ করে তাহলে প্রকাশ হওয়া মাত্র জানানোর চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply