গত ০৫ অক্টোবর ২০২৪ইং তারিখ শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রাণালয়ে সিদ্ধান্ত মোতোবেক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতা চলতি জানুয়ারি মাসের ০১ তারিখে 1ম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন নিজ নিজ একাউন্ট থেকে উত্তোলন করে। কিন্তু সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে দেওয়া সম্ভব হয়নি। যার কারণে গত ১৯ তারিখে রোজ রবিবার আর ও ৬৭ হাজার এর কিছু বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীর 2য় ধাপে বেতন প্রদানের জন্য পেমেন্ট তালিকা মাউশি প্রকাশ করে। তারপরও ৩ লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে 1 লক্ষ শিক্ষক কর্মচারীর তথ্য পাঠানো বিহিন ২৭ হাজার বাদে শিক্ষক কর্মচারী এখনও পর্যন্ত বেতন পায়নি। তা নিয়ে শিক্ষক কর্মচারীর মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে।

তবে আজ অথ্যাৎ সোমবার মাউশি কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ ধরে এই বিষয় নিয়ে জরুরি মিটিং করে মিটিং শেষে চলমান এই সংকট সম্পর্কে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মোতাবেক আশা করা যায় আগামীকাল অথ্যাৎ মঙ্গলবার থেকেই ৩য় ধাপের ইএফটির বেতনের জন্য শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধনের কার্যক্রম শুরু হবে।

সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভাশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তা আরো জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর।

সেই সংশোধনের প্রয়োজনীয় সকল নির্দেশিকা ইএমআইএস সেলের ইএফটি মডিউলে দৃশ্যমান করা হবে। সেখানে দৃশ্যমান ভুল সনাক্তসাপেক্ষে প্রয়োজনীয় ভুল সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংশোধনের সকল প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।