এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের সমস্যা দুরীকরণের জন্য গত ৫ অক্টোবর সরকার ঘোষণা করে যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। সেই প্রক্রিয়া অংশ হিসেবে প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড় হয়। ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করেন। সর্বশেষ গত সপ্তাহে ৪র্থ ধাপের ৮ হাজারের অধিক শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন।
অবশেষে ০৫/০৩/২৫ তারিখে ১ম থেকে ৪র্থ ধাপের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারী-২৫ এর বেতন পেয়েছে। ৫ম ধাপে ৮ হাজার ৮৮৭ জন ইএফটির মাধ্যমে বেতন পাবেন। কিন্তু এখন পর্যন্ত তারা ডিসেম্বর ২০২৪ এর বেতন পাননি। আগামী সপ্তাহে ৫ম ধাপের শিক্ষক কর্মচারীগণ ডিসেম্বরের বেতন পাবেন বলে মাউশি সুত্রে জানা গেছে। এরপর তারা পরের সপ্তাহে জানুয়ারির বেতন পাবেন। ৫ম ধাপের শিক্ষক কর্মচারীগণ জানুয়ারী ২০২৫ এর বেতন পাওয়ার পর সকল শিক্ষক কর্মচারী একসাথে অর্থাৎ ১ থেকে ৫ম ধাপের সকল শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারী ২০২৫ এর বেতন পাবেন বলে মাউশি সুত্রে জানা গেছে। যা পেতে পেতে প্রায় চলতি মাসের ২০ তারিখের পূর্বে পাওয়ার সম্ভাবনা কম।
এখন দেখা যাক এর মধ্যে নতুন কোন জটিলতা সৃষ্টি হয় কিনা আবার। মাউশির ও ইএমআইএসসেলের সমস্যার তো আর শেষ নাই। তাদেরকে কোন প্রশ্ন করলে শুধু জানায় কাজ চলছে কিন্তু কাজের তো আর শেষ হতে চায় না। সমস্যা তো এখানেই।
তবে সবচেয়ে বড় যে ব্যাপার অনেক শিক্ষক কর্মচারী হয়তো আশা করেছিল যে,মার্চ মাসের বেতন হয়তবা ঈদের আগে পাওয়ার তবে বর্তমান পরিস্থিতি বিচারে সে সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়।
Leave a Reply