1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

এমপিওভুক্ত প্রতিষ্ঠানেও নারী কোটা বিলুপ্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১৬ Time View
এমপিওভুক্ত প্রতিষ্ঠানেও নারী কোটা বিলুপ্ত

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল, প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘদিন চালু থাকা নারী কোটা বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগে নারী কোটা আর থাকবে না। তবে এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং কলেজ পর্যায়ে ‘শরীরচর্চা শিক্ষক’ পদের ক্ষেত্রে বিদ্যমান শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠায়। পরে মন্ত্রণালয়ের এক বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে শুধুমাত্র ৭ শতাংশ কোটা বহাল রাখার সিদ্ধান্ত হয়।

বর্তমানে সরকারি নিয়োগে ৭ শতাংশ কোটা বলবৎ রয়েছে, যার মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

উল্লেখ্য, ১৯৯৯ সালে বেসরকারি শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ নারী কোটা চালু হয়। ২০০৪ সালে বিশ্বব্যাংকের সুপারিশে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এটি বাধ্যতামূলক করা হয়। এরপর ২০১০ সালে আওয়ামী লীগ সরকার অনগ্রসর এলাকাগুলোর বাস্তবতা বিবেচনায় নারী কোটা শিথিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme