কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এখনো এমন কোনো প্রস্তাব পাঠানো হয়নি।
এই প্রসঙ্গে জানতে চাইলে রোববার (১১ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘আমাদের পক্ষ থেকে উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব পাঠানো হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রস্তাব পাঠিয়েছে কি না, সে বিষয়েও আমাদের কাছে কোনো অফিসিয়াল তথ্য বা বিজ্ঞপ্তি নেই। যদি এ সংক্রান্ত কোনো নির্দেশনা বা নোটিশ আসে, তাহলে আমরা প্রস্তাব পাঠানোর বিষয়টি বিবেচনা করব।’
এর আগে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহার আগেই এই প্রস্তাব কার্যকর হতে পারে।
এ প্রসঙ্গে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ৫ মার্চ এক আলোচনায় বলেন, ‘আমি পূর্বেই আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ভাতা বৃদ্ধির চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৫ থেকে ২০ বছরের বৈষম্য এক বা দুই বছরের বাজেটে দূর করা সম্ভব নয়। তবে একটা ইতিবাচক শুরু হওয়া দরকার, সেই শুরুর দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’
তবে বিদায়ী শিক্ষা উপদেষ্টার এই ঘোষণার ভিত্তিতে স্কুল-কলেজ শিক্ষকদের জন্য উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হলেও, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে এবং ভাতার ক্ষেত্রে সমতা আনার দাবি জোরালো হচ্ছে।
Leave a Reply