২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে দেশের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
শুক্রবার (২ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন,
“শিক্ষা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষাসহ বিভিন্ন দিককে বিবেচনায় রেখেই শিক্ষা খাতে বড় বাজেট প্রস্তাব করা হচ্ছে।”
তিনি জানান, ইতোমধ্যে নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাব ও কম্পিউটার ল্যাব স্থাপন, এবং প্রতিটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে।
গত বছরের পাঠ্যবই বিতরণ পরিস্থিতি প্রসঙ্গে সিদ্দিক জোবায়ের বলেন,
“বিগত ২০ বছরে একমাত্র ২০১৭ সাল ছাড়া আর কোনো বছর এপ্রিলের আগেই বই বিতরণ সম্পন্ন করা যায়নি। অথচ এ বছর ২০ মার্চের আগেই আমরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দিতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, রমজানের কারণে অনেক শিক্ষার্থী তখন বিদ্যালয়ে উপস্থিত ছিল না, তাই তারা ছুটি শেষে বই গ্রহণ করেছে।
“আগামী বছর থেকে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে শিক্ষার্থীরা ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে বই হাতে নিয়েই ছুটিতে যেতে পারে।”
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব জানান,
“জমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যানিংয়ের কাজ শেষ হয়েছে। পরবর্তী ধাপে অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হবে। তবে কাজ শুরুর সুনির্দিষ্ট সময়সূচি এখনই বলা সম্ভব নয়।”
পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, ডিন হারুন অর রশিদ, প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুবিপ্রবি ছিল সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply