মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় চারটি চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১ মে ২০২৫ থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
স্মারক নং- ৫৭.25.0000.011.06.001.24-477 তারিখ: ২৯/০৪/২০২৫খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১/০৫/২০১৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল/২০২৫ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
Leave a Reply