বিধিবহির্ভূত নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিতে শিক্ষকদের নির্দেশ
স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিধিবহির্ভূতভাবে গ্রহণ করা অতিরিক্ত বেতন ও অন্যান্য খাতের টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে এই টাকা ফেরত দিতে বলা হয়েছে।
সোমবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, রাজশাহী অঞ্চলের আওতাধীন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা অতিরিক্ত বেতন, বকেয়া ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের বকেয়া গ্রহণ করেছেন। যেসব শিক্ষক-কর্মচারী এ ধরনের অর্থ গ্রহণ করেছেন, তাদের দ্রুত যথাযথ হিসাব-নিকাশ করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, টাকা জমা দেওয়ার পর তা রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালককে অবহিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply