1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

বাজেটে শিক্ষার বরাদ্দ ও অন্যান্য বরাদ্দ!

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৬০ Time View
বাজেটে শিক্ষার বরাদ্দ ও অন্যান্য বরাদ্দ!

নিচে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটসংক্রান্ত প্রতিবেদনটি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন করা হলোঃ

২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাখাতে প্রায় ৯৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

২০২৫-২৬ অর্থবছরের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট ৯৫ হাজার ৪০৩ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৬০ হাজার কোটি এবং প্রাথমিক ও গণশিক্ষার জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। চলতি অর্থবছরে এ দুই মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা।

বিভাগভিত্তিক বরাদ্দ:

  • শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ):
    মোট প্রস্তাব: ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা
    • পরিচালন খাতে: ৩০ হাজার ৪৫০ কোটি ৯৫ লাখ
    • উন্নয়ন খাতে: ১৭ হাজার ১১৪ কোটি ৫ লাখ
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ:
    মোট প্রস্তাব: ১২ হাজার ৫০০ কোটি টাকা
    • পরিচালন খাতে: ৯ হাজার কোটি
    • উন্নয়ন খাতে: ৩ হাজার ৫০০ কোটি
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়:
    মোট প্রস্তাব: ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা
    • পরিচালন খাতে: ২৪ হাজার ৪ কোটি ৮৪ লাখ
    • উন্নয়ন খাতে: ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফারুক-উজ-জামান জানান, ‘‘শিক্ষা মৌলিক অধিকার হওয়ায় এ খাতে সব সময় বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়।’’

সামগ্রিক বাজেটের চিত্র:

২০২৫-২৬ অর্থবছরে মোট বাজেটের আকার নির্ধারণ করা হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার চেয়ে কিছুটা কম।

নতুন বাজেটে:

  • পরিচালন খাতে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে: ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা (আগে ছিল ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি)
  • উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে করা হয়েছে: ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা (আগে ছিল ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি)

অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া, বৈদেশিক ঋণ ও অনুদান হ্রাস, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme