1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শ্রম উপদেষ্টা ব্যবস্থা নেয় আর শিক্ষা উপদেষ্টা চেয়ে চেয়ে দেখে।

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৩ Time View
শ্রম উপদেষ্টা ব্যবস্থা নেয় আর শিক্ষা উপদেষ্টা চেয়ে চেয়ে দেখে।

এদেশের ৯৭ থেকে ৯৮ ভাগ ছেলেমেয়েদের শিক্ষা দানের কাজে প্রতিনিয়ত আমরা ব্যস্ত থাকি। হ্যাঁ বলতে পারেন কখনও আমরা সফল হই কখনও আমরা সফল হই না। কিন্তু পরিশ্রম তো করি। তাহলে কেন আমাদের এভাবে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতে হবে। আমাদের পরিশ্রম এদেশের সরকারের বা মাউশির যদি পছন্দ না হয় তাহলে তো আমাদের নিদিষ্ট কারণ দেখিয়ে বিদায় বলে দিলেই তো পারে। কিন্তু এভাবে দিনের দিনের পর দিন বৈষম্যমুলক আচরণ, নিপীড়ন মুলক ব্যবস্থা তো মেনে নেওয়া যায় না।

কেন আমাদের বেতন ও উৎসব ভাতার বিষয়ে মাউশির প্রধান কর্মকর্তা দায় সার মুলক কথাবার্তা বলে তার বিরুদ্ধে আমাদের দেশের বর্তমান সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে না। বর্তমান সরকার বৈষম্য নিরসনের বার্তা নিয়ে এদেশের জনগণের আশা ভরসার প্রতীক হয়ে এসেছে তবে কেন এদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতিনিয়ত এমন বৈষম্যের শিকার হবে।

আরও পড়ুন…..দায় এড়ানো কথা বললেন মাউশির ডিজি।

১২ গার্মেন্টস মালিকের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে শ্রম উপদেষ্টা কারণ তারা শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করেনি। আমি কাউকে ছোট বা কাউকে বড় করার উদ্দেশ্য উদাহারণটা এখানে দাঁড় করায়নি। সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাসের কারসাজির বিরুদ্ধে যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের সরকার কেন কোন ব্যবস্থা গ্রহণ করে না। কেন আমাদের প্যারেন্ট সংগঠন মাউশর ডিজি একেক সময় একেক ধরনের বিভ্রান্ত্রি মুলক কথা বার্তা বলার পরও তার বিরুদ্ধে কোন দায়িত্বে অবহেলার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না।

মাউশি থেকে সকল সময় একটি কথা বলা হয় তা হলো আমরা চেষ্টা করে যাচ্ছি আর তার কয়েকদিন পর বলে বেতন প্রদান করতে টেকনিক্যাল ইস্যু তৈরী হয়েছে। তাই সময় মতো বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এভাবে ধোকাবাজি ধোকাবাজি খেলা মাউশি আর কতদিন খেলবে আর আমাদের দেশের সরকার বা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তা চেয়ে চেয়ে দেখবেন কোন ব্যবস্থা গ্রহণ করবেন না।

মাননীয় উপদেষ্টা আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনার বা আপনাদের নিকট কি দান বা ফ্রি কোন সুযোগ সুবিধা দাবি করছি। যদি তা না করে থাকি তাহলে কেন প্রতিনিয়ত আমাদের বেতন ভাতা পরিশোধ করার সময় মাউশির এমন টালবাহানার শিকার হতে হবে। মাউশির কর্মকর্তা কর্মচারীরা কেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মত সকল সময় অবহেলার দৃষ্টিতে দেখবে।

আরও পড়ুন….২৫ থেকে ২৭ এই দুই দিন টাকা কোথায় থাকবে?

পরিশেষে বলব মাননীয় উপদেষ্টা আপনি বা আপনারা বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে এদেশের সকল শ্রেণীর মানুষের আশা ভরসার প্রতীক হয়ে এসেছেন। তাই আপনার বা আপনারে নিকট এদেশের সকল মানুষের সকল পেশাজীবির চাওয়া পাওয়ার আশা অনেক বেশি। তাই আমি বা আমরা আপনাদের নিকট আশা করি যে, এসমস্ত কুচক্রী মহলের কুচক্রী সিদ্ধান্ত যেন আর বাস্তবায়ন করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশা রাখি। মাউশির গোপন সিন্ডিকেট ধ্বংস করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা রাখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Copyrights © 2025 kisukhoner Pathshala. All rights reserved.