1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

ইএফটির তথ্য সংশোধন নিয়ে সর্বশেষ আপডেট।

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১১৪ Time View
তথ্য সংশোধন নিয়ে সর্বশেষ আপডেট।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে। তথ্যগত ভুল থাকলেও সাড়ে তিন লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন-ভাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের বৈষম্য দুরীকরণের লক্ষ্যে বর্তমান সরকার উদ্যেগ গ্রহণ করে যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে। কিন্তু সেই বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণ করতে গিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিয়ে নিচে কিছু তথ্য তুলো ধরা হলো।

১) এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের NID Valid এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেয়া হয়েছে। ফেব্রুয়ারী মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেয়া হবে।

আরও পড়ুন “এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে।


২) তথ্য প্রদানকালে যারা NID এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবংকার প্রায় সকলেই দিয়েছেন। পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসে নতুন এমপিওভুক্ত জনবলের তথ্য আইবাসে যাচাই এর জন্য প্রেরণের কাজ চলছে। যাচায়ান্তে সঠিক প্রমানিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে।
৩) ১ম বারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব Inactive বলেছিলো ব্যাংক থেকে। তাদের বেতন দেয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন। তাদের তথ্যও ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে। এবারে যাদের ব্যাংক হিসাব সচল প্রমানিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে। সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে ব্যালান্স কম থাকলে হিসাব Inactive বা ফ্রিজ থাকে। এছাড়াও সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিলো। তাদের বেতন দেয়া সম্ভব হয়নি।
৪) যাদের NID যাচাইয়ের সময় Invalid প্রমানিত হয়েছিলো তাদেরও বেতন দেয়া সম্ভব হয়নি।
৫) নভেম্বর ২০২৪ মাসের এমপিও অনুসারে যাদের এমপিওশীটে নাম, জন্ম তারিখ, পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নিবেন।
৬) NID তে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে।
৭) ডট, স্পেস বা হাইফেল এর মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই।
৮) এমপিওশীট, NID, ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে।
৯) বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে।

১০) সংশোধনের সময় যে বিষয়টি খেয়াল করা জরুরি তা হল যত্ন সহকারে ভুল সনাক্ত করা তারপর সমাধানের পদক্ষেপ গ্রহণ করা। সঠিক ভাবে ভুল সনাক্ত করা না গেলে সঠিক ভাবে তথ্য সংশোধন করা যাবে না বা তথ্য সংশোধন করে তা কাজে লাগবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme