1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন অতি শীঘ্রই!

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ Time View
নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৩ হাজারের বেশি শিক্ষকদের গত জানুয়ারি মাসে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই শিক্ষকরা এখনো বেতন পাননি। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের পর তারা বেতন পেতে পারেন।

প্রশ্ন হলো এই শিক্ষকদের ইনডেক্স নম্বর হয়েছে আজ প্রায় ২ মাস হতে চলল আজ অবধি তারা বেতন পাননি এটা কতটুকু মানবিকতার নিদর্শন বলতে পারেন। মাউশি যে ভাবে কথা বলছে যে, তাতে মনে হয় যে, তাদের দয়া বা করুনা করতেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল (ইএমআইএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান বলেন, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। ইএফটিতে ৩ লাখ ৪৯ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন দেওয়ার পর ৫ম ধাপ এবং নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

আর এতদিন তারা না খেয়ে থাকবে কি অপরুপ সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রক সংস্থা নমে পরিচিতি মাউশির তাই না।

আরও পড়ুন: জানুয়ারীর বেতন নিয়ে নতুন অনিশ্চয়তা?

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি ঈদুল ফিতরের পূর্বেই তাদের বেতন-ভাতা দেওয়ার।’

গত ১২ জানুয়ারি দেশের বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় মাউশি। তাদের মধ্যে স্কুলে দুই হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন।

এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত হয়েছেন তার সংখ্যানুপাতিক বর্ণনাঃ

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন।

অন্যদিকে কলেজের ৬২৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme