এমপিওভুক্ত শিক্ষক কর্মাচারীদের ইএফটির আওতায় আনার লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যের সংশোধনের জন্য মাউশি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রদান করেন।
২য়, ৩য়, ৪র্থ ও ৫ম ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন বা পাবেন, তাদের তথ্য সংশোধন এর নোটিশ দিয়েছে মাউশি। তাদের অনেকে কিন্তু জানে না তাদের ভুল কি? সংশোধন কিভাবে করবে এবং কি সংশোধন করবে?
মনযোগ দিয়ে পড়বেন কাজে লাগলেও লাগতে পারে-
১। আমাদের সকলের যা কিছু সংশোধন করতে হবে তা আমাদের একাডেমিক সনদ অনুসারে, এটাই মূল ভিত্তি।
একাডেমিক সনদে আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, বানান সহ ভালো করে দেখুন এবং বার মিলিয়ে দেখুন প্রয়োজন হলে সবগুলো তথ্য পাশাপাশি লিখে তা ভাল করে পর্যবেক্ষন করুন।
২। এবার আপনার সার্টিফিকেট এর তথ্যের সাথে আপনার MPO এর তথ্য হুবহু মিল আছে কিনা তা ভাল করে মিলিয়ে দেখার চেষ্টা করুন।
নিজের নাম, জন্মতারিখ, পিতা ও মাতার নাম হুবহু মিল না থাকলে আপনার MPO তথ্য সংশোধন করতে হবে।
MPO তথ্য সংশোধন করার জন্য EIMS মডিউলে Mpo control Panel এ গিয়ে Mpo Correction সিলেক্ট করুন। আবেদন করতে হবে (সময় ০৬/০৩/২৫ এর মধ্যে), Mpo Correction হয়ে গেয়ে গেলে ইএফটিতে তে অটো আপডেট হয়ে যাবে।
৩। আপনার NID কার্ড এর তথ্য ভালো করে দেখুন সেখানে নাম, জন্মতারিখ, পিতার নাম, মাতার নাম সবকিছু হুবহু মিলে কিনা! যদি না মিলে তাহলে আপনার NID সংশোধন করুন উপজেলা নির্বাচনী অফিসে গিয়ে আবেদন করে। অথবা অনলাইনেও আবেদন করা যায়। যেভাবে পারেন আবেদন করুন তাহলে তথ্য সংশোধন হয়ে যাবে। তথ্য সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের EIMS আইডিতে লগইন করে MPO EFT তে আপডেট দিন।
৪। আপনার Bank Account এর তথ্য দেখুন, আপনার নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, email, এগুলো আপনার MPO তথ্য, NID ও একাডেমিক তথ্যের সাথে মিল আছে কিনা? যদি মিল না থাকে, তাহলে ব্যাংকে গিয়ে সংশোধন করুন। সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের EIMS আইডিতে লগইন করে MPO EFT তে আপডেট দিন।
৫। উপরের কোন ধাপে যদি ভুল না পান (Certificates, MPO, NID, Bank Account) সবকিছু ঠিক থাকে, তাহলে EIMS/কর্তৃপক্ষ এরসাথে সরাসরি যোগাযোগ করুন। সহায়তার জন্য info.emis.dshe@gmail.com ঠিকানায় ইমেইল করুন অথবা নিচের উল্লেখিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুনঃ
নাম | খন্দকার আজিজুর রহমান ফোন (অফিস) ৯৫৫৫০৪১ মোবাইল: ০১৭১১২৭২৪৭০ |
পদবি | সিনিয়র সিস্টেম এনালিষ্ট |
অফিস | ইএমআইএস সেল |
ই-মেইল | ssa.dshe@gmail.com |
নাম | মো. সাইফুল ইসলাম মোবাইল ০১৯১৩৪৬৯০৯১ |
পদবি | প্রোগ্রামার |
অফিস | ইএমআইএস সেল |
ই-মেইল | mdsaifulislam1512@gmail.com |
নাম | মোঃ হুমায়ুন কবির ফোন (অফিস) ৯৫১৫৬৬৩ মোবাইল ০১৫৫১০৩১১৮২ |
পদবি | প্রোগ্রামার-2 |
অফিস | ইএমআইএস সেল |
ই-মেইল | hkabir.emis@gmail.com |
Leave a Reply