গত ৫ অক্টোবর ২০২৪ তরিখে বর্তমান সরকারের ঘোষণা মতে গত ১ লা জানুয়ারী ২০২৪ তারিখে ১ম ধাপে ১ লক্ষ ৮৯ হাজার ৯১৩ জন শিক্ষক কর্মচারীর বেতন প্রদান করেন। এর ধারাবাহিকতা বাদ পড়া যে সকল শিক্ষক কর্মচারী ছিল তার মধ্যে ৬৭ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীর বেতনের তলিকা ২য় ধাপে প্রকাশ করে কিন্তু তার এখনও তাদের বেতনের টাকা পায়নি।
গত ২৭/০১/২৫ তারিখে ৩য় ধাপে আরও ৮৪ হাজার শিক্ষক কর্মচারীর নামের তালিকা মাউশি প্রকাশ করে। কিন্তু তারা কখন কিভাবে বেতন পাবে সে বিষয়ে কোন নির্দেশনা প্রদান করেনি। শুধু তাদের বিষেয়ে যে নির্দেশনা প্রকাশ করেছে তা হলো তাদের নামের তালিকা প্রকাশ হলেও তাদের নামের বা জন্ম তারিখের যে সমস্যা রয়েছৈ তা নিদিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে হবে।
এই তিন ধাপে প্রায় ৩ লাখ ৪২ হাজার শিক্ষক কর্মচারীর পেমেন্ট তালিকা প্রকাশ করে যার মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র ১ম ধাপের শিক্ষক কর্মচারীগণই তাদের বেতনের টাকা পেয়েছে। আর বাকিরা অপেক্ষায় আছে। এখন প্রশ্ন হলো যাদের সংশোধন করা লাগবে তারা কিভাবে তাদের ভুল তথ্যগুলো সংশোধন করবে।
তাদের বিষয়ে পরামর্শ হলো আপনারা তাড়াহুড়া করবেন না। একটু অপেক্ষা করুন মাউশি থেকে আপনাদের জানানো হবে কি সংশোধন করা লাগবে। সংশোধনকৃত তথ্য কোথায় কিভাবে কতদিনের মধ্যে পাঠাতে হবে। অযথা নিজেরা কি করব ভেবে টেনশন করে মাথা গরম করবেন না। অপেক্ষা করুন মাউশির নির্দেশনা মোতাবেক কাজ করবেন।
মাউশি থেকে আগামী ২ মাসের মধ্যে তথ্য সংশোধনের কথা বলা হয়েছে। অতএব খুব বেশি তাড়াহুড়া কর দরকার নাই আবার নিশ্চিন্তে ঘরে বসে থাকার ও দরকারও নাই। নির্দেশনা মোতাবেক কাজ করুন। ভেবেচিন্তে কাজ করুন যাতে সঠিক কাজটি করতে পারেন। মনে রাখবেন ভুল কাজ করার চেয়ে কাজ একদিন দেরিতে করা অনেক শ্রেয়তর।
সর্বশেষ একটি তথ্য শেয়ার করি আপনাদের সাথে তথ্য সংশোধন কিন্তু ১ম ধাপ বাদে আর সকলেরই সংশোধন করা লাগবে যারা ২য় ও ৩য় ধাপে বেতন পাবেন তাদেরও যে তথ্যগুলো ভুল আছে তা নির্দেশনা মোতাবেক সংশোধন করা লাগবে।
Leave a Reply