গত 05 অক্টোবর 2024ইং তারিখ শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রাণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে। তারই ধারাবাহিকতা চলতি জানুয়ারি মাসের 01 তারিখে 1ম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন নিজ নিজ একাউন্ট থেকে উত্তোলন করে। কিন্তু সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে দেওয়া সম্ভব হয়নি। যার কারণে গত 19 তারিখে রোজ রবিবার আর ও 67হাজার এর কিছু বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীর 2য় ধাপে বেতন প্রদানের জন্য পেমেন্ট তালিকা মাউশি প্রকাশ করে।

এখন প্রশ্ন হলো পেমেন্ট তালিকায় নাম উঠৈ যাওয়া মানেই কি বেতন পেয়ে যাওয়া। না বিষয়টা মোটেও তা নয়। একটা ছোট উদাহারণের মাধ্যমে বিষয়টি খোলাসা করি। মনে করুন আপনি আপনার এলাকার গরিব কিছু মানুষকে কিছু টাকা পয়সা দান করবেন তার জন্য আপনি আপনার ম্যানেজার কে একটি তালিকা প্রস্তুত করতে বললেন। ম্যানেজার আপনার কথা মত তালিকা প্রস্তুত করল। আপনি সেই তালিকা ফাইনালি দেখে ম্যানেজারকে বললেন ঠিক তুমি এদেরকে তালিকা দেখে এদের জন্য বরাদ্দকৃত টাকা প্রদান করে দাও। কিন্তু আপনি দানের জন্য প্রয়োজনীয় টাকা দিলেন না তাহলে কি ম্যানেজার লোকজনকে টাকা দান করতে পারবে। আপনার কি মনে হয়। আমি কি বোঝাতে পারলাম?

বিষয়টা এমন যে, মাউশি পেমেন্ট তালিকা দিয়েছে কিন্তু আইবাস++ কে যদি টাকা না দেয় তাহলে সে কিভাবে আমাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে।

তাই আমি বলছি যে পেমেন্ট তালিকায় নাম উঠে যাওয়া মানেই আপনি টাকা পেয়ে গেলেন বিষয়টি এমন নয়।