অ্যাডহক কমিটি গঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে যেসব প্রতিষ্ঠানে নতুনভাবে অ্যাডহক কমিটি গঠন করা হবে সেসব ক্ষেত্রেও। এই নির্দেশনার আলোকে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর প্রবিধি ৬৪ অনুযায়ী গত ২১ নভেম্বরের নির্দেশনার ভিত্তিতে যে সকল প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে বা গঠিত হবে, সেখানে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষা বোর্ডগুলোকে এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply