বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। ৫ম ধাপের সঙ্গে এই শিক্ষকরাও ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে পারেন।
সোমবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ‘৫ম ধাপে ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে ইএফটিতে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার ৮৮৭ জন পুরোনো। বাকি শিক্ষক-কর্মচারীরা নতুন এমপিওভুক্ত হয়েছেন। তারা নভেম্বর মাসের বেতন পেয়েছেন।’
কবে নাগাদ ৫ম ধাপের বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘আশা করছি চলতি সপ্তাহে ৫ম ধাপের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
Leave a Reply