বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন-ভাতা ৪ ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের দিয়েছে সরকার। ৫ম ধাপে ১২ হাজার জন শিক্ষক কর্মচারী বেতন পাবে সামনে সপ্তাহে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর-২০২৪ মাসের বেতন পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান, ‘৫ম ধাপে ১২ হাজার শিক্ষক-কর্মচারী বেতন পাবেন। চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে।’ ১২ হাজার শিক্ষক-কর্মচারীরর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন। আমরা সেভাবেই চেষ্টা করছি।
প্রশ্ন হলো এ-ই চেষ্টা যে শেষ কোনদিন হবে তার উত্তর তো মিলছে না। মিলছে না কাজে ও কথার মিল।
Leave a Reply