অবশেষে ইএফটির ড্যাশবোর্ডের এডিট অপশন চালু করা হয়েছে আজ বুধবার হতে। যদিও তা সঠিক ভাবে কাজ করছেনা বলে অনেকেই জানিয়েছেন। তবে এ নিয়ে টেনশনের কিছু নাই। ইএমআইএস সেল থেকে যেহেতু বলা হয়েছে যে, এডিট অপশন চালু হয়েছে তাই এই নিয়ে টেনশনের কিছু নাই। বর্তমানে এডিট অপশন চালু হয়েছে শুধু যাদের ডিসেম্বরের বেতন হয়নি তাদের জন্য। যেখানে তাদের ভুল উল্লেখ করে দেওয়া আছে।
অন্যান্য ধাপের জন্য এডিট অপশন চালু হবে কিনা বা তাদের জন্য ইএফটির ড্যাশবোর্ডে কোন নির্দেশনা থাকবে কিনা সে বিষয়ে এখনও কিছু ইএমআইএস সেল থেকে পরিস্কার করে কিছু জানায়নি।
তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় যা তা হলো যে, সংশোধনের সময় সকল সংশোধিত বিষয় বুঝে শুনে ভাল করে যাচাই বাছাই করে তারপর ড্যাশবোর্ডে আপডেট দিবেন। কোন ভাবেই ভুল তথ্য আপলোড দিবেন না। মনে রাখবেন সুযোগ আর নাও পেতে পারেন শেষ সুযোগ মনে করে যত্ন সহকারে কাজ সমাপ্ত করবেন।
Leave a Reply