বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে। নামের ক্ষেত্রে ডট(.), কমা(,) কিংবা হাইফেন(-),স্পেস( ) ‘আপাতত’ সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে। অর্থাৎ ২য় ধাপে যারা ইএফটির আওতাভুক্ত হয়েছেন তাদের সংশোধন করতে হবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, অসংখ্য শিক্ষক-কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট (.), কমা (,), হাইফেন (-) সংক্রান্ত সমস্যা রয়েছে। এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে।’হ্যাঁ সেক্ষেত্রে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী হয়রাানি থেকে বাঁচবে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘মূলত শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের বড় ধরনের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। নামের বানানের ক্ষেত্রে ৫০ শতাংশ মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব। তবে জন্ম তারিখসহ অন্যান্য গরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে।’
এখন শিক্ষক কর্মচারীদের যে কাজ করতে হবে তা হল প্রথমে আপনাকে জানতে হবে, আপনি কোন ধাপে ইএফটির আওতাভুক্ত হয়েছেন সেটাই যাচাই করা। যাচাই বাছাইয়ে যদি দেখেন আপনি ২য় ধাপের পরে অর্থাৎ ৩য় ধাাপ বা ২য় ধাপ পরবর্তী যে কোন ধাপে ইএফটির আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার এনআইডি, একাডেমিক সনদ ও এমপিওশীটে প্রদত্ত তথ্যের সাথে ইএফটিতে প্রদত্ত তথ্যের মিল করার চেষ্টা করুন। তাহলে আপনি আপনার ভুল গুলো নিজেই বুঝতে পারবেন। এমপিওশীটের ভুল ধরতে এমপিওশীট ম্যানুয়ালী চেক করতে পারেন অথবা অনলাইনে এমপিও চেক করতে নীচে প্রদত্ত লিংকে নির্দেশনা অনুসরণ করতে পারেন।
যদি এমপিওতে ভুল থাকে তাহলে প্রয়োজনীয় কাগজ পত্র যোগাড় করে এমপিও সংশোধন করুন তাহলেই আপনার কাজ শেষ। এমপিও সংশোধন করলে অটোমোশনে ইএফটি সার্ভারে আপানার তথ্য ইনপুট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে আপনার এনআইডি, শিক্ষা সনদ ইত্যাদি কাগজ পত্র সংশোধন করা লাগতে পারে সেগুলো সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
আর ভুল যদি ইএফটি ড্যাশবোর্ডে তথ্য আপলোড দিতে হয়ে থাকে তাহলে নতুন করে সঠিক তথ্য আপলোড করতে হবে। সেক্ষেত্রে যদি কোন কাগজ পত্রাদি সংশোধন করা লাগে তা সংশোধন করে তারপর ইএফটি ড্যাশবোর্ডে তথ্য আপলোড করবেন। ইএফটি ড্যাশবোর্ড সঠিক সময়ে ওপেন করে দিবে মাউশি এ নিয়ে চিন্তার কোন কারণ নেই।
ভুল যদি আপনার এনআইডি বা একাডেমিক সনদে থাকে তাহলে সেগুলো সঠিক করার ব্যবস্থা গ্রহণ করুন। মনে রাখবেন আপনার সকল জায়গায় প্রেরিত তথ্য একই হতে হবে। অর্থাৎ এনআইডি, একাডেমিক সনদ, এমপিওশীট ও ইএফটি সার্ভার সকল জায়গায় একই ধরনের তথ্য থাকতে হবে।
এখন কিন্তু অনলাইনে একাডেমিক সনদ সংশোধন করা যায় সেক্ষেত্রে নিচের লিংকে প্রবেশ করলে নির্দেশনা পাবেন কাজে লাগলেও লাগতে পারে।
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন এখন খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে ৫-৭ দিনের মধ্যে এনাআইডি কার্ড সংশোধন হয়ে যায়। সেক্ষেত্রে নিচের লিংকে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন। কাজে লাগলেও লাগতে পারে।
Leave a Reply