এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দুরীকরণের লক্ষ্যে বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করে তার অংশ হিসেবে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে পাইলটিংয়ের অংশ হিসেবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। আর ৫ম ধাপে আরও ৮৮০০ শিক্ষক কর্মচারী ইএফটির আওতায় আসবে। যদিও ৫ম ধাপের ইএফটির আওতাভুক্ত শিক্ষক কর্মচারীরা এখনও তাদের বেতন ইএফটির মাধ্যমে পায়নি। কিন্তু সংকটের সমাধান কিন্তু এখানে নেই বরং এখানে রয়েছে সংকটের পূর্বাভাস।
মাউশির ঘোষণা বা মাউশির আদেশ যাই বলেন সেখানে তারা বলেছে যে, ২য় ধাপ থেকে ৫ম ধাপ পর্যন্ত সকল শিক্ষক কর্মচারী আপাতত ইএফটির আওতাভুক্ত হলেও তাদের ভুল তথ্য কিন্তু সংশোধন করা লাগবে। মাউশি নির্দেশনা মেনে। এবং মাউশি সেখানে পরিস্কার করে বলে যে, মাউশি ২য় থেকে ৫ম ধাপ পর্যন্ত সকল শিক্ষক কর্মচারী ভুল প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে প্রকাশ করবে। যা দেখে শিক্ষক কর্মচারীগণ তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করবে নির্ধারিত সময়ের মধ্যে। তবে মাউশি আজ কাল বলে এখন পর্যন্ত সংশোধনের তালিকা দৃশ্যমান করেনি।
তবে আশার কথা বলেন আর সুখবর বলেন তা হলো এই যে, মাউশি সুত্রে জানা গেছে যে, আগামী রবিবারের প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে ২য় থেকে ৫ম ধাপ পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারী তথ্যের সমস্যা রয়েছে তা দৃশ্যমান করা হবে। যা খুব জরুরী বিষয়। কারণ ভুল জানা গেলে তা সংশোধন করা অনেকটা সহজ হয়ে যায়।
এখন আমাদের কাজ আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা নির্দেশনা পাওয়ার জন্য।
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ৪র্থ ধাপের বেতন ছাড়া হয়েছে । যারা ৪র্থ ধাপে আছেন তাদের বেতনের মেসেজ আসছে। আপনার মোবাইল চেক করুন। নতুন খবর হলো আগামী রবিবার থেকে কার কি ভুল আছে সে তথ্য আপনারা জানতে পারবেন EMIS সেল থেকে । প্রধান শিক্ষককের সহায়তায় নিজ দায়িত্বে EFT তে সকল তথ্য সঠিকভাবে পুরন করুন যাতে পরবর্তীতে আর কোনো ভুল না হয়। ভুল করলে ভুলের মাসুল নিজেকেই গুনতে হবে এতে অন্য কারো দায় থাকবেনা। তাই সতর্কতার সহিত সকল তথ্য সঠিকভাবে নিজ দায়িত্বে সংশোধন করে প্রেরন করুন।
Leave a Reply