দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন আগামী সপ্তাহেই পাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বেতন প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, “এপ্রিল মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাতে শিক্ষকরা নির্ধারিত সময়েই বেতন পান, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি, মে মাসের প্রথম সপ্তাহেই বেতন তাঁদের একাউন্টে পৌঁছে যাবে।”
এ খবরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত বেতন প্রদানে এই ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply