বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন-ভাতা ৪ ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে ১ম ধাপে ১ লাখ ৮৯ হাজার প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায় নি। তবে অবশিষ্ট প্রায় দুই লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে।
৫ম ধাপের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন হওয়ার কথা ছিল ১৩ তারিখে মধ্যে। কিন্তু নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কারণে তাদের বেতন পেতে দেরি হয়। নতুন যাদের এমপিওভুক্ত হয়েছে তাদের তথ্য ভেরিফিকেশনের কাজ শেষ হয়নি বিধায় তাদের বেতন প্রদান করা সম্ভব হয়নি।অবশেষে তাদের ভেরিফিকেশনের কাজ শেষ করেছে মাউশি। ৫ম ধাপের ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক কর্মচারী কিন্তু আজ তিন মাস থেকে বেতন পাচেছ না।
সেই ধারাবাহিকতায় ৫ম ধাপে আরও প্রায নতুন পুরাতন মিলে ১৬ হাজারের অধিক শিক্ষক কর্মচারীর ডিসেম্বরের বেতন আজ ছাড় করার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে, সর্বশেষ চতুর্থ ধাপের মোট ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় হয়েছিলো। তাদের মধ্যে স্কুলের ৬ হাজার ৩৮০ জন ও কলেজের ১ হাজার ৮৫৮ জন।
এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ধাপে মোট ১৬ হাজার ৪৮৫ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। আনন্দের খবর এ-ই যে মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেছে এখন যেকোন সময় ৫ম ধাপের শিক্ষক কর্মচারীদের ব্যাংক একাউন্টে তাদের বেতনের টাকা ঢুকে যাবে।
এভাবে ধীরে ধীরে কচ্ছপের গতিতে ইএফটি সমস্যার সমাধান হয়ত একদিন হয় যাবে তবে মনে থাকবে ইএফটির ভোগান্তির কথা।
Leave a Reply