এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলন এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ২০/০২/২৫ তারিখ শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হবে দুপুর ২টায়। এরপরও যদি আন্দোলনের ফল না আসে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যদি কাঙ্খিত ঘোষণা না আসে তাহলে আগামীতে আরও কঠিন কর্মসুচী ঘোষণা করা হবে।
তাই শিক্ষা বান্ধব এই সরকারের প্রতি আকুল আবেদন এই যে, আপনারা তো আমাদের চাওয়া পাওয়ার সাথে একমত তাহলে তা পাবলিক প্লেসে এসে ঘোষণা করতে সমস্যা কোথায়।
মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা শ্রেণীকক্ষের মানুষ আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই কারণ আমাদের কাজ কোমলমতি শিক্ষর্থীদের গড়ে তোলা আমাদের কাজ রাজপথ গরম করা নয়। কিন্তু আজ আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে মাননীয় উপদেষ্টা। আমরা অতীতে অনেক আশ্বাস শুনেছি এত আশ্বাস শুনেছি যে, আশ্বাসে আমাদের আর বিশ্বাস হয় না। তাই আপানাদের প্রতি আকুল আবেদন আমাদের সাথে বৈষম্যমুল আচরণ না করে আমাদের দাবী সাথে একমত পোষণ করে আলাপ আলোচনার মাধ্যমে সম্ভবমত জনসম্মুখে ঘোষণা করুন।
Leave a Reply