১. যাদের ইএফটি তথ্য দেওয়ার সময় তথ্য ভুল হয়েছে, তাদের পুনরায় ইএফটি তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে।
২. শিক্ষক কর্মচারীদের ইএফটিতে যেসব জায়গায় তে ভুল আছে, তাদের সেইসব ভুল চিহ্নিত করে দেওয়া হবে দ্রুত সময়ের মধ্যে। যা নিজেই দেখতে পারবেন আপনাদের ভুল কোথায় আছে।
৩. ২য় লটের সংশোধন শীতিল, অথ্যাৎ না করলেও চলবে। ( আনঅফিশিয়াল )
৪. ৩য়, ৪র্থ, ৫ম লটের তথ্য অবশ্যই সংশোধন করতে হবে।
৫. জানুয়ারি মাসের বেতনের কাজ চলমান, এই সপ্তাহে দেওয়া হবে।
৬. ৫ম লটের বেতন চলমান, এই সপ্তাহে।
সূত্র-EMIS
তারিখ -16.02.2025
সংগৃহীত
Leave a Reply