কোটা সংস্কারের দাবিতে শুরু ‘জুলাই আন্দোলন’: রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে সূচনা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১ জুলাই শুরু হয় ‘জুলাই আন্দোলন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর ব্যানারে আয়োজিত এক ছাত্রসমাবেশ থেকে সংগঠিতভাবে এ আন্দোলনের সূচনা ঘটে। দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন। সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নিতে সকাল থেকেই হাজারো মানুষ ঢাবি গ্রন্থাগারের সামনে জমায়েত হতে থাকেন।
সমাবেশের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বিষয়ক ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করা। বক্তারা বলেন, হাইকোর্টের সাম্প্রতিক রায়ে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং তা সংবিধানবিরোধী।
সমাবেশ শুরুর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঘুরে আসেন কলাভবন, মলচত্বর, সূর্য সেন হল, মুহসীন হল ও বসুনিয়া তোরণ এলাকা। এরপর তারা পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমবেত হন এবং সেখানে মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়—১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। শিক্ষার্থীরা দাবি করেন, ২০১৮ সালের কোটা পরিপত্র পুনর্বহাল করতে হবে এবং ভবিষ্যতে কোটাব্যবস্থায় কোনো পরিবর্তনের আগে একটি কমিশন গঠন করে যৌক্তিকতা যাচাই করতে হবে।
এই আন্দোলনের পেছনে ছিল ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের দেওয়া একটি রায়, যাতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরোধিতা করে ৫ জুন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আন্দোলন, যা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং পরিণত হয় এক গণআন্দোলনে।
Leave a Reply