এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের প্রভাবে হোক বা সরকারের সুদৃষ্টির কারণেই হোক বর্তমান সরকার তাদের দাবীর বিষয়গুলিতে নজর দিয়েছেন। আমি এজন্য চলমান আন্দোলন বললাম যে, তারা মান জাতীয়করণ প্রত্যাশি জোট কিন্তু আন্দোলন প্রত্যাহার করেনি আন্দোলন স্থগিত করেছে।
যাই হোক যে কারণে হোক না কেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের দীর্ঘদিনের দাবী শতভাগ উৎসব ভাতা প্রদান। সেই সম্পর্কে বর্তমান সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা পরিস্কার ভাষায় বলেছেন যে, আগামী ঈদুল আযহা থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। তবে কি পরিমাণ বৃদ্ধি করা হবে তা কিন্তু তিনি বলেননি। সে যাই হোক তিনি কিন্তু কোন সময়ই বলেননি যে, ঈদুল ফিতর থেকে উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। তবে কিছুদিন থেকে কিছু অতি উৎসাহী মহল সরকারকে ও শিক্ষকদের সেন্টিমেন্টকে ছোট বা হেও করার উদ্দেশ্যে প্রচার করছে যে, ঈদুল ফিতর থেকে উৎসব ভাতা ১০ হাজার বা ১২ হাজার ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি করা হবে বলে বিভ্রন্তি মুলক সংবাদ প্রচার করে আসছে।
আরও পড়ুন….শিক্ষকদের ভাতা বাড়ানো নিয়ে আমলাদের দর কষাকষি।
প্রকৃত কথা হলো এই যে, এই ধরনের সংবাদের বা আশ্বাসের কোন প্রকার ভিত্তি নাই। এসকল মিথ্যা আশ্বাসে আশ্বনিত হয়ে আশাহত হওয়ার কোন কারণ নেই কারণ মাউশি বা সরকারের কোন বিশস্ত সুত্র থেকে এধরনের কোন সংবাদ প্রচার বা তথ্য প্রচার করে নি।
Leave a Reply