গত ০৫ অক্টোবর ২০২৪ইং তারিখ শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রাণালয়ে সিদ্ধান্ত মোতোবেক, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতা চলতি জানুয়ারি মাসের ০১ তারিখে ১ম ধাপে ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে তাদের বেতন নিজ নিজ একাউন্ট থেকে উত্তোলন করে। কিন্তু সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে দেওয়া সম্ভব হয়নি। যার কারণে গত ১৯ তারিখে রোজ রবিবার আর ও ৬৭ হাজার এর কিছু বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীর ২য় ধাপে বেতন প্রদানের জন্য পেমেন্ট তালিকা মাউশি প্রকাশ করে। কিন্তু তাদের বরাদ্দকৃত অর্থ ব্যাংকে জমা হতে বিলম্ব হচ্ছিল।

অবশেষে সকল প্রতীক্ষার অবসান শেষ হলো। সকল শিক্ষক কর্মচারীর নিজ নিজ ব্যাংক একাউন্টে তাদের বরাদ্দকৃত টাকা যুক্ত হয়ে গেছে।

এখন দেখার পালা ৩য় ধাপের ইএফটির বেতনের টাকা শিক্ষক কর্মচারীগণ কখন পায়। যদিও সেটা অনেকটা নির্ভর করছে তাদের নিজের গৃহীত কাজের উপর।